অল্প ঝড়েই সর্বনাশ! বারাসাতে ভেঙে পড়ল ওভার হেড গেট! কালীপুজোয় নিয়ম অমান্য করাতেই এমন হল?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বারাসাতের টাকি রোডে শতদল ক্লাবের গেট ঝড়ে ভেঙে পড়ে স্কুটি ক্ষতিগ্রস্ত, যানজট. প্রশাসন তদন্তে, ক্লাব সহযোগিতার আশ্বাস দিয়েছে.
জিয়াউল আলম, বারাসাত: বারাসাতের টাকি রোডে সামান্য ঝড়েই ভেঙে পড়ল একটি ওভারহেড গেট। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন টাকি রোডের উপর একবার এমনই একটি গেট ভেঙে পড়েছিল, সেই ঘটনায় জেলা প্রশাসন কড়া নির্দেশ জারি করেছিল— কালীপুজোকে কেন্দ্র করে রাস্তার উপর আর কোনও ওভারহেড গেট তৈরি করা যাবে না। তবুও নির্দেশ অমান্য করে বেশ কিছু ক্লাব রাস্তায় গেট তৈরি করেছিল।
সাইক্লোন আবহে জোরে হাওয়া দিতেই শতদল ক্লাবের সেই গেট ভেঙে পড়ে। সৌভাগ্যবশত, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে গেটটি পড়ে একটি স্কুটির উপর, ফলে স্কুটি সম্পূর্ণ ভেঙে যায়। এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় যানজটের।
advertisement
advertisement
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। ডিএসপি ট্রাফিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিধিভঙ্গের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, শতদল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা নিজেরাও বুঝতে চেষ্টা করছেন কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, এবং প্রশাসনের তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য— প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তার উপর এই গেট নির্মাণের অনুমতি দেওয়া ঠিক হয়নি। অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে বলেই স্বস্তি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barasat,North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 28, 2025 4:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অল্প ঝড়েই সর্বনাশ! বারাসাতে ভেঙে পড়ল ওভার হেড গেট! কালীপুজোয় নিয়ম অমান্য করাতেই এমন হল?

