Barasat Flyover: দীর্ঘ ২০ সপ্তাহ ধরে চলবে বারাসত ফ্লাইওভার সংস্কার! যানজট এড়াতে কোন রাস্তায় যাবেন? জানুন

Last Updated:

Barasat Flyover: বারাসত থেকে কোথাও যেতে হলে বা আসতে হলে হাতে সময় নিয়ে বেরোতে হবে! বিরাট জানযটের মুখে পড়তে হতে পারে! জানুন

বন্ধ ফ্লাইওভার
বন্ধ ফ্লাইওভার
উত্তর ২৪ পরগনা:  ২০ সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই পার হয়েছে দু’সপ্তাহ, বারাসতের গুরুত্বপূর্ণ ফ্লাইওভার সংস্কারের কাজের জন্য শুক্রবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বন্ধ থাকছে। ট্রায়াল রান সহ প্রথম দু দফাতেই বারাসতের বুক চিরে যাওয়া দুই জাতীয় সড়ক গুলিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল। পণ্যবাহি ট্রাক লরি সহ দীর্ঘ যানজটে নাকাল হতে হয়েছিল রাতের যাত্রীদের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এরপর জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের তরফে বারংবার বৈঠকে বসে নানা রূপরেখা তৈরি করা হয়। এবার সেই রূপরেখাই কাজে এল অনেকটা।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অনেকটাই স্বাভাবিক থাকল সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধের কারণে যানজটের ছবি। মূলত, পন্যবাহী ভারি গাড়িগুলিকে বিরাটি ও মধ্যমগ্রাম সোদপুর রোড ব্যবহার করে কল্যাণী এক্সপ্রেস ওয়ের মাধ্যমে বের করে দেওয়ার কারণে বারাসতের ওপর পড়ল না ব্যাপক চাপ। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে, ডাক বাংলো মোড় থেকে কলোনি মোড় হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গাড়িগুলিকে। গুরুত্বপূর্ণ বারাসত ইভিনিং কলেজের সামনে থাকা লেভেল ক্রসিংয়ের কারণেও সমস্যায় পড়তে হয়েছিল। তবে এবার যেন অনেকটাই স্বাভাবিক দেখাল রাতের বারাসতকে। তবে সাময়িক যানজট দেখা গিয়েছে বলেই জানাচ্ছেন স্থানীয় এলাকার মানুষজন।
advertisement
advertisement
গুরুত্বপূর্ণ ফ্লাইওভারটি সংস্কারের প্রয়োজন রয়েছে, ফলে যে সামান্য অসুবিধার সৃষ্টি হচ্ছে তা বৃহত্তর স্বার্থে অনেকেই মেনে নিচ্ছেন। প্রতিদিন কলোনি মোড় ব্যবহার করে প্রায় ৮০ হাজার গাড়ি যাতায়াত করে। সেই জায়গায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ফ্লাইওভার সহ সংযোগস্থলের এই রাস্তা সপ্তাহের শেষে বন্ধ থাকায় কিছুটা হয়রানির শিকার হতেই হচ্ছে যানচালকদের। ওই দিনগুলিতে রাস্তায় অতিরিক্ত ট্রাফিক পুলিশরা থাকছেন দায়িত্ব সামলাতে। ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় জানান, পরিস্থিতি পর্যালোচনা করে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
সাময়িক সমস্যা তৈরি হলেও তা সমাধানে প্রস্তুত জেলা ট্রাফিক। কিছু ক্ষেত্রে যান নিয়ন্ত্রণ করে, অন্য বিকল্প রাস্তা ব্যবহার করে মিলেছে অনেকটাই ফল। ফলে আগামী কয়েক সপ্তাহ জেলা প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনাতেই সপ্তাহান্তে ওই কয়েকদিন চলবে জেলা সদর শহর বারাসতের ফ্লাইওভার সংস্কার ও যান নিয়ন্ত্রণ। তাই বিমান ধরতে যাওয়া হোক বা গন্তব্য, হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়েই বেরোবেন ওই সময় গুলিতে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Flyover: দীর্ঘ ২০ সপ্তাহ ধরে চলবে বারাসত ফ্লাইওভার সংস্কার! যানজট এড়াতে কোন রাস্তায় যাবেন? জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement