ছট পুজোর আগেই দুঃসংবাদ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল 'এই' জুটমিল, মাথায় হাত শ্রমিকদের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Baranagar Jute Mill: ছট পুজোর ঠিক আগে কাঁচামালের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার 'এই' জুটমিল। কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকেরা চরম সমস্যায় পড়েছেন।
বরানগর, উত্তর ২৪ পরগনা, সুবীর দেঃ দুর্গাপুজো, কালীপুজো মিটলেও রাজ্যজুড়ে উৎসবের আমেজ এখনও পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে দুঃসংবাদ! কাঁচামালের অভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনা জেলার বরানগর জুটমিল। বিপাকে পড়েছেন বহু শ্রমিক।
ছট পুজোর ঠিক আগে কাঁচামালের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বরানগর জুটমিল। কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকেরা চরম সমস্যায় পড়েছেন। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে চায়নি মিল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ সিনেমা নয়, সত্যি…! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে ‘ভিডিও কলে’ কেঁদে ফেললেন মা
অন্যদিকে জুটমিল কর্তৃপক্ষের এই ধরনের সিদ্ধান্তে তাঁদের প্রতি ক্ষোভ উগড়ে দেন বরানগর পৌরসভার পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল। জুটমিল কর্তৃপক্ষ এই ভাবেই শ্রমিকদের বঞ্চিত করে এই ধরনের সিদ্ধান্ত প্রতিনিয়ত নিয়ে থাকে, তাই অবিলম্বে সমস্ত ইউনিয়নগতভাবে শ্রমিকদের স্বার্থে লড়াইয়ে নামার আহ্বান জানান রামকৃষ্ণ পাল।
advertisement
advertisement
দুর্গাপুজো, কালীপুজোর পর এখন ছট পুজো, জগদ্ধাত্রী পুজো আসছে। সেই নিয়ে তোড়জোড় তুঙ্গে। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বরানগর জুটমিল। এর ফলে সমস্যায় পড়েছেন একাধিক শ্রমিক। মিল কর্তৃপক্ষ বিষয়টিতে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি। তবে ক্ষোভ উগড়ে দিয়েছেন বরানগর পৌরসভার পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 24, 2025 3:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছট পুজোর আগেই দুঃসংবাদ! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল 'এই' জুটমিল, মাথায় হাত শ্রমিকদের

