Wife Rescued Senseless: শরীর জুড়ে ক্ষতচিহ্ন! পুকুরপাড়ে জ্ঞান হারিয়ে পড়ে স্ত্রী...স্বামীর অভিযোগে তরজা

Last Updated:

Wife Rescued Senseless:পুকুরপাড় থেকে অচৈতন্য অবস্থায় আদিবাসী বধূ উদ্ধার! শরীরের বিভিন্ন জায়গায় তাঁর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। বধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার রাইপুরে।

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: পুকুরপাড় থেকে অচৈতন্য অবস্থায় আদিবাসী বধূ উদ্ধার! শরীরের বিভিন্ন জায়গায় তাঁর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। বধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার রাইপুরে।
বধূর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকায় প্রথমে বধূকে রাইপুর গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহত বধূর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় কারগিল গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বাবলু দুলে নামের এক যুবককে। আজ ধৃতকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বধূকে মারধর করে ফেলে রাখা হয়েছিল ওই পুকুরের পাড়ে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার রাইপুর থানা এলাকার আদিবাসী এক গৃহবধূ হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরে খোঁজ চালিয়েও তাঁর সন্ধান মেলেনি। সোমবার দুপুরে স্থানীয়রা গ্রাম লাগোয়া একটি পুকুরের পাড়ে ওই বধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। রাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বধূকে উদ্ধার করে প্রথমে রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
advertisement
পুলিশ জানিয়েছে ওই বধূর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বিকালে নির্যাতিতার স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাইপুর থানার পুলিশ পার্শ্ববর্তী কারগিল গ্রামের বাসিন্দা বাবলু দুলেকে গ্রেফতার করে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হচ্ছে । ধৃত বাবলু দুলের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর।
advertisement
তৃনমূলের দাবি, ধৃত বিজেপির সক্রিয় কর্মী। অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ওই যুবক শাসক ঘনিষ্ঠ। বামেরা এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই বধূকে মারধর করার কারণ জানার চেষ্টা চলছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wife Rescued Senseless: শরীর জুড়ে ক্ষতচিহ্ন! পুকুরপাড়ে জ্ঞান হারিয়ে পড়ে স্ত্রী...স্বামীর অভিযোগে তরজা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement