সবার প্রিয় 'কালু'কে বিক্রি, দাম প্রায় ৫০,০০০! জানামাত্রই গ্রামবাসীরা যা করলেন...! বড় পদক্ষেপ প্রধানের
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
জোট বেঁধে গ্রামের মানুষেরা পঞ্চায়েত প্রধানের কাছে হাজির হন। সবার দাবি, যেভাবেই হোক কালুকে ফিরিয়ে আনতে হবে
বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরীঃ দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের কাছে ভালবাসার একটি নাম ‘কালু’। প্রায় ৮-১০টি গ্রামে ছুটে বেড়াত সে! গ্রামের সকল দোকানদার ভালবেসে খাবার খাওয়াত তাঁকে। বহুদিন ধরে এলাকায় থাকার কারণে সকলের সঙ্গে পরিচিত হয়ে উঠেছিল কালু। পাশাপাশি দোকানদারদের কাছেও খুব প্রিয় হয়ে ওঠে সে। সকাল-সন্ধ্যা ৮-১০টি গ্রামে দাপিয়ে বেড়াতে দেখা যেত তাঁকে! এসবের মাঝে হঠাৎ গ্রামে শোরগোল পড়ে যায় কালুকে ধরে-বেঁধে হাটে বিক্রি করে দেওয়া হচ্ছে। দামও উঠেছে প্রায় ৫০ হাজার টাকা!
এরপরেই জোট বেঁধে গ্রামের মানুষেরা পঞ্চায়েত প্রধানের কাছে হাজির হন। সবার একই দাবি, যেভাবেই হোক তাঁদের প্রিয় কালুকে ফিরিয়ে আনতে হবে। শেষমেষ প্রধানের হস্তক্ষেপে কালুকে বর্ধমানের একটি হাট থেকে ফিরিয়ে আনা হয়েছে। এতেই খুশি ওই গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া জেলার সোনামুখীর মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবাটি এলাকায় এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! তারপর থানায় গিয়ে…! হাড়হিম করা ঘটনা উত্তরপাড়ায়
বলে রাখি, এতক্ষণ যে কালুর কথা হচ্ছিল, সকলের প্রিয় সেই কালু একটি ষাঁড়। পাত্রসায়েরের বীরসিং থেকে শুরু করে সোনামুখীর মানিকবাজার পঞ্চায়েত এলাকায় দিনরাত ঘুরে বেড়াত সে। এই গ্রামের বাসিন্দারাও তাঁকে শিবের বাহন হিসেবে ঠাকুরের ষাঁড় বলে মানত। অভিযোগ, কিছুদিন আগে কৃষ্ণবাটি গ্রাম থেকে কালুকে একটি লরিতে উঠিয়ে নিয়ে যেতে দেখেন স্থানীয় কিছু যুবক। তাঁরা প্রতিবাদও করেন। কিন্তু সেই প্রতিবাদ অগ্রাহ্য করে গরু ব্যবসায়ীরা কালুকে নিয়ে চলে যান। এরপর গ্রামবাসীরা দল বেঁধে এর বিহিত চেয়ে প্রধানের দ্বারস্থ হন।
advertisement
advertisement
গ্রামবাসীদের একাংশ বলেন, ঠাকুরের ষাঁড় ভেবে কালুকে আমরা দীর্ঘদিন ধরে যত্ন করে খাবার দিয়ে এসেছি। কিন্তু বেশ কিছুদিন ধরে কালুর অস্বাভাবিক আচরণ চোখে পড়ে। মানুষজনকে তেড়ে মারতে আসছিল, কালুর গুঁতোয় ইতিমধ্যে কয়েকজন আহত হয়েছে। এছাড়াও জমির ফসল নষ্ট করছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই কারণে গ্রামবাসীরা কালুকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই নিয়ে আপত্তি ওঠায় বর্ধমানের একটি হাট থেকে কালুকে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে মানিকবাজার পঞ্চায়েতের প্রধান প্রদীপ মালের হেফাজতে রয়েছে কালু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 2:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবার প্রিয় 'কালু'কে বিক্রি, দাম প্রায় ৫০,০০০! জানামাত্রই গ্রামবাসীরা যা করলেন...! বড় পদক্ষেপ প্রধানের