পুলিশের চোখে ফাঁকি দিয়ে দেদার মোরাম পাচার! গোপন সূত্রে খবর পেয়ে হাজির ভূমি দফতর, তারপর যা কাণ্ড ঘটল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Moram Smuggling: পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছিল অবৈধ মোরাম পাচার। তিনটি ট্রাক্টর-সহ একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দফতর।
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: ফের তালডাংরায় মোরাম পাচারের অভিযোগ। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছিল অবৈধভাবে মোরাম পাচার। তিনটি ট্রাক্টর-সহ একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দফতর।
গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত তালডাংরার ভীমারডাঙা এলাকা থেকে মোরাম পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেয় ব্লক ভূমি দফতর। সেই রেশ কাটতে না কাটতেই ফের মোরাম পাচারের অভিযোগ। তালডাংরার ইন্দকাটা গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর-সহ একটি জেসিবি মেশিন এবং ভেদুয়া মোড় এলাকা থেকে একটি ট্রাক্টর আটক করা হয়েছে। আর সেই সমস্ত কিছু পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর।
advertisement
আরও পড়ুনঃ স্কুলে ১০০% উপস্থিতি! পড়ুয়াদের কামাই নেই একদিনও! কী এমন রয়েছে গ্রামের ‘এই’ ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ে যা টেক্কা দিচ্ছে বেসরকারি স্কুলকেও
এই বিষয়ে তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেভিনিউ অফিসার প্রশান্ত সর্দার জানান, গোপন সূত্রে খবর আসে তালডাংরা ইন্দকাটা ও ভেদুয়া মোড় এলাকা থেকে অবৈধ ভাবে মোরাম কেটে পাচার করা হচ্ছে। সেই মত পুলিশকে সঙ্গে নিয়ে দফতরের দুই রেভিনিউ অফিসার ও এক রেভিনিউ ইন্সপেক্টর ঘটনাস্থলে অভিযান চালায়। হাতেনাতে অবৈধ পাচার ফাঁস হয়। মোরাম বোঝাই করা মোট তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কোনরকম কুলিং মেশিন ছাড়াই ২৪ ঘণ্টা ঠাণ্ডা! কীভাবে এমন সম্ভব? বর্ধমানের হাওয়া মহলের ‘শীতল’ রহস্য জানলে আপনিও হা হয়ে যাবেন
তবে অবৈধ মোরাম পাচারের ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানানো হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 5:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের চোখে ফাঁকি দিয়ে দেদার মোরাম পাচার! গোপন সূত্রে খবর পেয়ে হাজির ভূমি দফতর, তারপর যা কাণ্ড ঘটল