Drama Festival: মঞ্চে সমাজের কথা, সংলাপে জীবনের টানাপোড়েন! নানা দলের নাটকে জমজমাট বাঁকুড়া

Last Updated:

Bankura Drama Festival: রাজ্যের বিভিন্ন প্রান্তের নাট্যদলের পরিবেশিত নাটক দর্শকদের মন জয় করে বাঁকুড়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করল।

+
নাটকের

নাটকের দৃশ্য 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: নাটক আজও যে লোকশিক্ষার এক শক্তিশালী মাধ্যম, তা আবারও প্রমাণ করল বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী পঞ্চম বর্ষের বাঁকুড়া নাট্য উৎসব। ২৭ ও ২৮ ডিসেম্বর বাঁকুড়া রবীন্দ্রভবনে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে শুরু হয় এই নাট্য উৎসব, যেখানে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের নাট্যদল অংশগ্রহণ করেছে।
উৎসবের প্রথম দিন, শনিবার, নাট্যপ্রেমীদের সামনে মঞ্চস্থ হয় দুটি উল্লেখযোগ্য নাটক। প্রথমে দমদমের শব্দমুগ্ধ নাট্য কেন্দ্রের প্রযোজনায় পরিবেশিত হয় সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘বেলবাবু’। মানবিক অনুভূতি ও সমাজের নানা স্তরের টানাপোড়েন তুলে ধরা এই নাটক দর্শকদের মন ছুঁয়ে যায়। এরপর চুঁচুড়ার যৌথিক নাট্য গোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ হয় ‘হেমন্ত অরণ্যে সেই পোস্টম্যান’।
advertisement
advertisement
নাটকের বিষয়বস্তু, সংলাপ ও মঞ্চসজ্জা দর্শকদের কাছ থেকে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। রবিবার, উৎসবের দ্বিতীয় দিনে, মঞ্চে ওঠে বাঁকুড়া প্রকল্পনার নিজস্ব প্রযোজনা নাটক ‘অভাব’। সমাজের নিত্যদিনের সংকট ও মানুষের জীবনের অন্তর্দ্বন্দ্বকে নাট্যরূপে তুলে ধরেছে এই প্রযোজনা। পাশাপাশি পূর্ব বর্ধমানের পথিকৃৎ নাট্য সংস্থার প্রযোজনায় দর্শকদের সামনে উপস্থাপিত হয় নাটক ‘পোস্ত’, যা সমকালীন সমাজবাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নাট্যপ্রেমীদের মতে, প্রান্তিক বাঁকুড়া অঞ্চলে আজও নাটক ও যাত্রা লোকশিক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। নাটকের মাধ্যমে সহজ ভাষায় মানুষকে সচেতন করা, সামাজিক বার্তা পৌঁছে দেওয়া এবং শিক্ষামূলক বিষয় তুলে ধরা সম্ভব। সেই কারণেই এই ধরনের নাট্য উৎসবের গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি ও নাট্যচর্চার প্রসারে বাঁকুড়া প্রকল্পনার এই ধারাবাহিক উদ্যোগ বাঁকুড়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন শিল্পী ও দর্শক মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Drama Festival: মঞ্চে সমাজের কথা, সংলাপে জীবনের টানাপোড়েন! নানা দলের নাটকে জমজমাট বাঁকুড়া