Bankura News: বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে বজ্রনিনাদ! খাতড়া থেকে মুকুটমণিপুর অবধি বিশাল সচেতনতা র্যালি, জঙ্গলমহলের বুকে বিশেষ কর্মসূচি
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Bankura News: তরুণ প্রজন্ম ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়ঃ অবৈধ বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে জঙ্গলমহলের বুকে এক উল্লেখযোগ্য উদ্যোগ নিল এক সংস্থা। সম্প্রতি পশ্চিমবঙ্গ বন দফতর (বাঁকুড়া দক্ষিণ ডিভিশন) ও Birdwatchers’ Society-এর যৌথ সহযোগিতায় ‘Say No To Illegal Wildlife Trade’ শীর্ষক এই সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন দফতরের একাধিক আধিকারিক।
প্রধান অতিথি হিসেবে অংশ নেন ADFO অসিত কুমার দাস এবং ফরেস্ট রেঞ্জার সুমন্ত গোস্বামী। তাঁদের উপস্থিতিতে কর্মসূচির গুরুত্ব আরও বৃদ্ধি পায়। অভিযানের মূল আকর্ষণ ছিল খাতড়া ফরেস্ট অফিস থেকে মুকুটমণিপুর পর্যন্ত বিশাল সচেতনতা র্যালি। পাম্প মোড় হয়ে অগ্রসর হওয়া এই র্যালিতে অংশগ্রহণ করেন বনকর্মী, পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবীরা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সাধারণ মানুষের সামনে ‘Say No To Illegal Wildlife Trade’ বার্তা তুলে ধরা হয়।
advertisement
আরও পড়ুনঃ আগাম বিজ্ঞপ্তি ছাড়াই রাস্তা মেরামতির কাজ! মধ্যমগ্রাম-সোদপুর রোডে তীব্র যানজট, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের
র্যালির পাশাপাশি বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার লাগানো, তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ এবং মাইকের মাধ্যমে বন্যপ্রাণ সংরক্ষণ ও পাচারের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচার চালানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বন্যপ্রাণ পাচার জীববৈচিত্র্যের জন্য এক মারাত্মক হুমকি। এই অপরাধ রুখতে কেবল প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এই বৃহৎ অভিযান।
advertisement
advertisement
এই সচেতনতা অভিযানের মাধ্যমে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। বন দফতর ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে অবৈধ বন্যপ্রাণ পাচারের আইনি দিক, শাস্তির বিধান এবং এর ফলে পরিবেশের উপর পড়া দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইসঙ্গে বিশেষত তরুণ প্রজন্ম ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। আয়োজকদের মতে, স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া বন্যপ্রাণ সংরক্ষণ সম্ভব নয়, তাই এই ধরনের সচেতনতা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Jan 07, 2026 5:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বন্যপ্রাণ পাচারের বিরুদ্ধে বজ্রনিনাদ! খাতড়া থেকে মুকুটমণিপুর অবধি বিশাল সচেতনতা র্যালি, জঙ্গলমহলের বুকে বিশেষ কর্মসূচি






