#ইদগামোল্লা: সবার জন্য স্বাস্থ্যসাথী বাড়ি বাড়ি ঘুরে প্রচারে নামল বাঁকুড়া পুরসভার পুর প্রশাসনিক বোর্ডের সদস্যরা।
সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১০ কোটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষনার পরেই বাঁকুড়া শহরের বসবাসকারী জনগনকে স্বাস্থ্য সাথী কার্ড করানোর বার্তা নিয়ে ওয়ার্ডে হাজির বাঁকুড়া পুরসভার প্রশাসনিক বোর্ড।
শনিবার সকালে বাঁকুড়া পুরসভার প্রশাসনিক বোর্ডের এর চেয়ারপার্সেন অলকা সেন মজুমদার ও সদস্য দিলীপ আগারওয়াল ঘুরলেন বাঁকুড়া শহরের ১২ নং ওয়ার্ডের ইদগামোল্লা এলাকায়। বাড়ি বাড়ি ঘুরে বাসিন্দাদের স্বাস্থ্য সাথী কার্ড করানোর আহ্বান জানালেন তারা। হাতে স্বাস্থ্য সাথী কার্ডের নমুনা নিয়ে জনগনের সামনে তুলে ধরে সাধারণ মানুষকে সেই কার্ড করার এবং চিকিৎসা পরিষেবায় বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার বিষয় তুলে ধরেন বাঁকুড়া পুরাসভার প্রশাসনিক বোর্ডের সদস্যরা।
এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আয়তায় ছিল সরকারী বেধে দেওয়া নির্দিষ্ট সংখ্যক মানুষ জন। এবার মুখ্যমন্ত্রী সবার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের কথা ঘোষনা করেন। আর তাই বাঁকুড়া পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্যরা শহর বাসীকে স্বাস্থ্য সাথী কার্ড করানোর এবং সচেতনতার বার্তা নিয়ে হাজির হন শহরের বাসিন্দাদের কাছে। এইভাবেই পুর এলাকার মানুষের দোরগড়ায় পৌছে স্বাস্থ্য সাথী কার্ড করানোর বার্তা পৌছে দিচ্ছেন।
-Mritunjoy Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bakura