Mukutmanipur Dam: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ৬০০০ কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে

Last Updated:

Mukutmanipur Dam: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তাই আগাম সতর্কতা হিসাবে মুকুটমণিপুর জলাধার থেকে সোমবার মধ্যরাতেই জল ছাড়া শুরু হয়েছে।

+
মুকুটমণিপুর 

মুকুটমণিপুর 

বাঁকুড়া: চলতি মরসুমে প্রথম মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হল। সোমবার রাত বারোটা নাগাদ কংসাবতী নদীবক্ষে চারটি গেট থেকে ছয় হাজার কিউসেক হারে জল ছাড়া হয়। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও আসন্ন নিম্নচাপের ভ্রুকুটির কারণে জলাধারের জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তারফলে আগে ভাগেই এই জল ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গেছে। এদিন রাত পর্যন্ত জলাধারের জলস্তর ছিল ৪২৫.৭৫ফুট উচ্চতায়। আগামী তিন দিন জল ছাড়া থাকবে বলে জানা গিয়েছে।
ভয়ংকর সুন্দর একটা দৃশ্য। ভয়ংকর বলার একটা কারণ রয়েছে। জল ছাড়ার এই দৃশ্য যতই সুন্দর হোক না কেন, এই জল বয়ে চলবে নিম্ন অববাহিকাতে। গত তিনদিনের টানা বৃষ্টি, সে কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ , নিম্ন অববাহিকায় বন্যার আশঙ্কা, তবে জল ছাড়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাবতীর মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: ঘুরে আসুন শুশুনিয়া পাহাড়ের লুকোনো গ্রাম! কেউ জানেই না এই স্বর্গ গ্রামের কথা! রইল ফোন নম্বর
সোমবার রাত ১২ টা নাগাদ কংসাবতী জলাধার থেকে নদী বক্ষে ৬০০০ কিউসেক জল ছাড়া হয়। বৃষ্টির পরিমাণদেখে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানহবে, এমনটাই দাবি কংসাবতী কর্তৃপক্ষের। কংসাবতী সেচ দফতরেরমুকুটমনিপুর জলাধারে জল ধারণ ক্ষমতা ৪৩৪ ফুট, এর মধ্যে দুই দিনের টানা বর্ষণে ৪২৫.৭৫ফুট ফুট উচ্চতায় জল ছিল জলাধারে।আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে আগেভাগেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রায় বিলুপ্তির পথে বাংলার ঐতিহ্য ‘বাঁকুড়া গামছা’, জানেন কেমন সেই গামছা? দেখে নিন
তবে এই জল ছাড়া হলে কংসাবতীর নিম্ন অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে বাসিন্দারা অনেকেই মনে করছেন। তবে মুকুটমণিপুরে ঘুরতে আসা পর্যটকেরা জল ছাড়ার মনোরম দৃশ্য চাক্ষুষ করতে পেরে খুশি। সোমবার সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে। ইতিমধ্যেই এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে সেচ কর্তৃপক্ষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukutmanipur Dam: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, ৬০০০ কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement