Jagadhatri Puja: সাদা মেঘের ভেলার মাঝে সুন্দরী পরী, লাইভ অ্যাকশনে মহিষাসুরমর্দিনী! জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বাঁকুড়ার 'এই' পুজো
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
চারিদিকে শুধু মেঘ, আর মেঘের মাঝে সুন্দরী পরি, এটাই কি স্বর্গ? নাকি অন্য কিছু? এভাবেই সাত লক্ষ টাকা বাজেট দিয়ে তৈরি হল স্বর্গ।
ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: চারিদিকে শুধু মেঘ, আর মেঘের মাঝে সুন্দরী পরী, এটাই কি স্বর্গ? নাকি অন্য কিছু? এভাবেই সাত লক্ষ টাকা বাজেট দিয়ে তৈরি হল স্বর্গ। খুঁটিপুজো করে জানান দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। সেই মণ্ডপ ইতিমধ্যে খুলে গেল সাধারণ মানুষের জন্য। ছাতনায় স্বর্গপুরী! চন্দননগরের লাইট। তিরুপতি মন্দিরের দরজা। মহিষাসুরমর্দিনী অডিও ভিস্যুয়াল শো। জগদ্ধাত্রী পুজোয় চমক ছাতনা চণ্ডীদাসপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির।
স্বর্গ কেমন? এই প্রশ্ন ওঠে মানুষের মনে বার বার! তবে সেই স্বর্গীয় অভিজ্ঞতা পেতেই এমন থিম ভাবনা। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় হাস্য রসাত্মক সিনেমা “আশিতে আশিওনা” এর শুটিং হয়, ছাতনার শুশুনিয়া পাহাড়ে। অর্থাৎ ছাতনার সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু ইতিহাস। এখানকার মানুষ আনন্দ প্রিয়। প্রতিবছর বড় করে হয় জগদ্ধাত্রী পুজো। সেই কারণে সাত লক্ষ টাকা বাজেট রেখে করা হচ্ছে পুজো।
advertisement
advertisement
দুর্গাপুজো যেমন বিরাট ভাবে পালিত হয় ঠিক সেই রকম সমারোহর সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হয় সামন্তভূম ছাতনায়। ছাতনা ব্লক ছাড়াও বাঁকুড়া এবং দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হয়। পুজো কমিটির সদস্যরা জানান, “অনুষ্ঠানের পাশাপাশি, চলবে লাইভ অ্যাকশন মহিষাসুরমর্দিনী। এই বছর পুজোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস হতে চলেছে মহিষাসুরমর্দিনী।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবছরের মতো এই বছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি। মহা ধামাকা করে শুরু হল ছাতনার জগদ্ধাত্রী পুজো। ছাতনার এই মণ্ডপ তৈরি হয়েছে স্বর্গপুরীর আদলে। স্বর্গপুরীর মধ্যে থাকছেন মা জগদ্ধাত্রী। দুর্গাপুজোর থেকে বেশি ক্রেজ থাকে জগদ্ধাত্রী পুজোয় বাঁকুড়ার ছাতনায়, সেই অপেক্ষার অবসান অবসান হল প্রতীক্ষার পর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 30, 2025 5:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: সাদা মেঘের ভেলার মাঝে সুন্দরী পরী, লাইভ অ্যাকশনে মহিষাসুরমর্দিনী! জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বাঁকুড়ার 'এই' পুজো
