Sutandra Chatterjee News: পানাগড় দুর্ঘটনায় রহস্যমৃত্যু, চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রার বাড়ির দখল নিল ব্যাঙ্ক! আতান্তরে মা

Last Updated:

চলতি বছরেরই ২৩ ফেব্রুয়ারি রাতে গয়ায় এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুতন্দ্রা৷ পানাগড়ের কাছে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই নৃত্যশিল্পীর৷

মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়ির দখল নিল ব্যাঙ্ক৷
মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়ির দখল নিল ব্যাঙ্ক৷
সোমনাথ ঘোষ, চন্দননগর: নাচের অনুষ্ঠান করতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন চন্দননগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের৷ অভিযোগ উঠেছিল, ইভটিজারদের হাত থেকে বাঁচতেই দুর্ঘটনার কবলে পড়েছিল সুতন্দ্রাদের গাড়ি৷ পরিবারের একমাত্র উপার্জনকারী সুতন্দ্রার মৃত্যুর পর মাথায় আকাশ ভেঙে পড়েছিল ওই তরুণীর মায়ের৷ এবার সুতন্দ্রাদের বাড়ির দখল নিয়ে নিল ব্যাঙ্ক৷
চলতি বছরেরই ২৩ ফেব্রুয়ারি রাতে গয়ায় এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুতন্দ্রা৷ পানাগড়ের কাছে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই নৃত্যশিল্পীর৷
সুতন্দ্রার মৃত্যুর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তাঁর বাবা৷ সেই চিকিৎসার খরচ জোগাতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছিল সুতন্দ্রাদের পরিবারের৷ বাড়ি এবং দোকান তৈরি করতে গিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ঋণ হয়েছিল সুতন্দ্রার পরিবারের৷ সুতন্দ্রার মৃত্যুর পর সেই ঋণ আর শোধ করতে পারেননি তাঁর মা তনুশ্রীদেবী৷
advertisement
advertisement
সুতন্দ্রার মৃত্যুর পর নিজের বৃদ্ধা মা এবং শাশুড়িকে নিয়ে চন্দননগরের বাড়িতে থাকছিলেন তনুশ্রীদেবী৷ এ দিকে ঋণশোধের জন্য তাগাদা দিতে শুরু করে ব্যাঙ্ক৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনও সুরাহা হয়নি৷ প্রথমে সুতন্দ্রাদের দোকানের দখল নেয় ব্যাঙ্ক৷ বৃহস্পতিবার তাঁদের বাড়িরও দখল নিয়ে নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷
সুতন্দ্রার মৃত্যু রহস্য উদঘাটনে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তনুশ্রীদেবী৷ সেই মামলার রায় এখনও বেরোয়নি৷ মেয়েকে হারানোর পর এবার মাথার উপরের ছাদটুকুও চলে গেল৷ আগামী দিনে কীভাবে তাঁদের চলবে, তা নিয়েই চিন্তায় সুতন্দ্রার মা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sutandra Chatterjee News: পানাগড় দুর্ঘটনায় রহস্যমৃত্যু, চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রার বাড়ির দখল নিল ব্যাঙ্ক! আতান্তরে মা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement