Sutandra Chatterjee News: পানাগড় দুর্ঘটনায় রহস্যমৃত্যু, চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রার বাড়ির দখল নিল ব্যাঙ্ক! আতান্তরে মা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চলতি বছরেরই ২৩ ফেব্রুয়ারি রাতে গয়ায় এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুতন্দ্রা৷ পানাগড়ের কাছে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই নৃত্যশিল্পীর৷
সোমনাথ ঘোষ, চন্দননগর: নাচের অনুষ্ঠান করতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন চন্দননগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের৷ অভিযোগ উঠেছিল, ইভটিজারদের হাত থেকে বাঁচতেই দুর্ঘটনার কবলে পড়েছিল সুতন্দ্রাদের গাড়ি৷ পরিবারের একমাত্র উপার্জনকারী সুতন্দ্রার মৃত্যুর পর মাথায় আকাশ ভেঙে পড়েছিল ওই তরুণীর মায়ের৷ এবার সুতন্দ্রাদের বাড়ির দখল নিয়ে নিল ব্যাঙ্ক৷
চলতি বছরেরই ২৩ ফেব্রুয়ারি রাতে গয়ায় এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুতন্দ্রা৷ পানাগড়ের কাছে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই নৃত্যশিল্পীর৷
সুতন্দ্রার মৃত্যুর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তাঁর বাবা৷ সেই চিকিৎসার খরচ জোগাতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছিল সুতন্দ্রাদের পরিবারের৷ বাড়ি এবং দোকান তৈরি করতে গিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ঋণ হয়েছিল সুতন্দ্রার পরিবারের৷ সুতন্দ্রার মৃত্যুর পর সেই ঋণ আর শোধ করতে পারেননি তাঁর মা তনুশ্রীদেবী৷
advertisement
advertisement
সুতন্দ্রার মৃত্যুর পর নিজের বৃদ্ধা মা এবং শাশুড়িকে নিয়ে চন্দননগরের বাড়িতে থাকছিলেন তনুশ্রীদেবী৷ এ দিকে ঋণশোধের জন্য তাগাদা দিতে শুরু করে ব্যাঙ্ক৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনও সুরাহা হয়নি৷ প্রথমে সুতন্দ্রাদের দোকানের দখল নেয় ব্যাঙ্ক৷ বৃহস্পতিবার তাঁদের বাড়িরও দখল নিয়ে নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷
সুতন্দ্রার মৃত্যু রহস্য উদঘাটনে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তনুশ্রীদেবী৷ সেই মামলার রায় এখনও বেরোয়নি৷ মেয়েকে হারানোর পর এবার মাথার উপরের ছাদটুকুও চলে গেল৷ আগামী দিনে কীভাবে তাঁদের চলবে, তা নিয়েই চিন্তায় সুতন্দ্রার মা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sutandra Chatterjee News: পানাগড় দুর্ঘটনায় রহস্যমৃত্যু, চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রার বাড়ির দখল নিল ব্যাঙ্ক! আতান্তরে মা

