বহরমপুর: প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে গ্রেফতার হল প্রেমিক। ধৃত সোহেল রানা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। প্রেমের টানে মাস তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসে সে। বুধবার হরিহরপাড়ার নসিপুর এলাকায় প্রেমিকার বাড়িতে দেখা করতে যায় সোহেল রানা।
গোপন সূত্রে খবর পেয়ে প্রেমিকার বাড়ি থেকেই বাংলাদেশী ওই যুবককে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ। বাংলাদেশের কুড়িগ্রাম থেকে জলঙ্গির সীমান্ত দিয়ে সে মুর্শিদাবাদের হরিহরপাড়া এসে একবার দেখা করে যায়। তারপর কলকাতায় রাজমিস্ত্রীর কাজে চলে যায়। কিন্তু ওই যুবতীর সঙ্গে সম্পর্ক গাঢ় হতে থাকে।
আরও পড়ুন: ডাইনিং রুমে পড়ে রয়েছে মা ও দুই মেয়ের নিথর দেহ, কারণ শুনলে হাড়হিম হয়ে যাবে
প্রেমিকার পরিবারের অন্যদের সঙ্গেও প্রতিদিন কথা হত তার। বুধবার রাতে হরিহরপাড়ার নসিপুর এলাকায় প্রেমিকার বাড়িতে দেখা করতে আসে সোহেল রানা। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ওই যুবতীর বাড়িতে হানা দেয়। হাতেনাতে গ্রেফতার করে ওই বাংলাদেশী যুবককে।
বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর মা বলেন, 'আমার মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে যোগাযোগ হয়। কিন্তু ও বাংলাদেশ থেকে কোনো বৈধ কাজগপত্র ছাড়ায় ভারতে চলে আসবে সেটা ধারণাই ছিল না। রাতে ও যখন আমাদের বাড়ি আসে আমরা বলেছিলাম ওকে চলে যেতে। কিন্তু তার আগেই পুলিশ খবর পেয়ে ওকে গ্রেফতার করে নিয়ে যায়।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Murshidabad