Murshidabad: প্রেমের টানে ভারতে এসে রাজমিস্ত্রি! শেষে প্রেমিকার বাড়িতে যাওয়াই কাল হল বাংলাদেশী যুবকের
- Published by:Debamoy Ghosh
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
গোপন সূত্রে খবর পেয়ে প্রেমিকার বাড়ি থেকেই বাংলাদেশী ওই যুবককে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ।
বহরমপুর: প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে এসে গ্রেফতার হল প্রেমিক। ধৃত সোহেল রানা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। প্রেমের টানে মাস তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে আসে সে। বুধবার হরিহরপাড়ার নসিপুর এলাকায় প্রেমিকার বাড়িতে দেখা করতে যায় সোহেল রানা।
গোপন সূত্রে খবর পেয়ে প্রেমিকার বাড়ি থেকেই বাংলাদেশী ওই যুবককে গ্রেপ্তার করে হরিহরপাড়া থানার পুলিশ। বাংলাদেশের কুড়িগ্রাম থেকে জলঙ্গির সীমান্ত দিয়ে সে মুর্শিদাবাদের হরিহরপাড়া এসে একবার দেখা করে যায়। তারপর কলকাতায় রাজমিস্ত্রীর কাজে চলে যায়। কিন্তু ওই যুবতীর সঙ্গে সম্পর্ক গাঢ় হতে থাকে।
advertisement
advertisement
প্রেমিকার পরিবারের অন্যদের সঙ্গেও প্রতিদিন কথা হত তার। বুধবার রাতে হরিহরপাড়ার নসিপুর এলাকায় প্রেমিকার বাড়িতে দেখা করতে আসে সোহেল রানা। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ওই যুবতীর বাড়িতে হানা দেয়। হাতেনাতে গ্রেফতার করে ওই বাংলাদেশী যুবককে।
বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর মা বলেন, 'আমার মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে যোগাযোগ হয়। কিন্তু ও বাংলাদেশ থেকে কোনো বৈধ কাজগপত্র ছাড়ায় ভারতে চলে আসবে সেটা ধারণাই ছিল না। রাতে ও যখন আমাদের বাড়ি আসে আমরা বলেছিলাম ওকে চলে যেতে। কিন্তু তার আগেই পুলিশ খবর পেয়ে ওকে গ্রেফতার করে নিয়ে যায়।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 24, 2023 10:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: প্রেমের টানে ভারতে এসে রাজমিস্ত্রি! শেষে প্রেমিকার বাড়িতে যাওয়াই কাল হল বাংলাদেশী যুবকের