Bangladeshi Arrested: উত্তরবঙ্গের ভারতীয় সেনা ক্যাম্পে নজর বাংলাদেশের? দুই বাংলাদেশি যা করল, আলাদা করে সতর্কতা জারি

Last Updated:

Bangladeshi Arrested: সেনাবাহিনীর ক্যাম্পের পাশে ফের গ্রেফতার বাংলাদেশী! এ নিয়ে এই মাসে সেনাবাহিনী ক্যাম্প এলাকায় ২জন বাংলাদেশী গ্রেফতার। ভারত-পাকিস্তান সংঘাতের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে বাংলাদেশী গ্রেফতার।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: সেনাবাহিনীর ক্যাম্পের পাশে ফের গ্রেফতার বাংলাদেশী! এ নিয়ে এই মাসে সেনাবাহিনী ক্যাম্প এলাকায় ২জন বাংলাদেশী গ্রেফতার। ভারত-পাকিস্তান সংঘাতের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে বাংলাদেশী গ্রেফতার।
গতকাল ভোরে সেনাবাহিনী ক্যাম্পের এলাকায় সন্দেহভাজন ঘোরাঘুরি করতে দেখে সেনাবাহিনী জ‌ওয়ানরা আটক করে জিজ্ঞাসাবাদে বাংলাদেশীর হদিস পায়। ধৃত আজিজুল ইসলাম, বড়িশালের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত ভারত বাংলাদেশের নদী পেরিয়ে এদেশে ঢোকে। ধৃতের কাছে থেকে বাংলাদেশের ১০ টাকার নোট ও বাংলাদেশের পেপার উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত এর আগেও গত ৯ মে বাগডোগরা সেনাবাহিনী ক্যাম্পের এমএম তরাই আশরাফুল আলম নামক এক বাংলাদেশি গোয়েন্দাকে গ্রেফতার করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladeshi Arrested: উত্তরবঙ্গের ভারতীয় সেনা ক্যাম্পে নজর বাংলাদেশের? দুই বাংলাদেশি যা করল, আলাদা করে সতর্কতা জারি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement