Bangladesh Election 2024: বাংলাদেশের নির্বাচনের প্রভাব ভারতের সীমান্তেও, রয়েছে বাড়তি সতর্কতা
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Bangladesh Election 2024: ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
নদিয়া: ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের পাশাপাশি ভারতেও উত্তেজনা রয়েছে সমানভাবে। তার কারণ পার্শ্ববর্তী বাংলাদেশের স্বাধীনতার পেছনে একাধিক অবদান রয়েছে ভারতের।
রবিবার ভোট হচ্ছে বাংলাদেশ । সেই নির্বাচন নিয়ে উৎসাহিত কলকাতার তথা বাংলার মানুষ জনেরাও। এর কারণ কলকাতার সঙ্গে নিবিড় ভাবে যুক্ত বাংলাদেশ। প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে ভারতে স্বাস্থ্য শিক্ষা, বাণিজ্য এবং ভ্রমণের উদ্দেশেযাতায়াত করে থাকেন বাংলার গেদে, পেট্রাপোল সীমান্ত থেকে।
তবে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সীমান্তগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যায় প্রশাসন সূত্রে। এর কারণ অতীতে একাধিকবার দেখা গিয়েছে বাংলায় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে একাধিক চোরা চালান এবং অনুপ্রবেশকারীদের আনাগোনা।
advertisement
advertisement
যদিও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে অধিকাংশ সময়ই সেই সব অনুপ্রবেশকারী এবং চোরাচালান কারবারিরা ধরা পড়ে গিয়েছে, কিন্তু প্রশাসনের কড়া নজরদারি এড়িয়ে ও অনেক সময় এই সমস্ত দুষ্কৃতীরা তাদের কার্যসিদ্ধি করে থাকে। এবং সেই কারণেই নির্বাচন উপলক্ষে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে দুই দেশের সীমান্তে। এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্র মারফত।
advertisement
নদিয়ার গেদে সীমান্তবর্তী এলাকার স্থানীয় এক বাসিন্দা অমরেশ দেবনাথ জানান, “ভারতে অথবা বাংলাদেশ নির্বাচনের সময় অতিরিক্ত সতর্কতা জারি করে সীমান্ত রক্ষী বাহিনীরা। এর কারণ নির্বাচনের সময় চোরাচালানকারী কিংবা অনুপ্রবেশকারীরা সক্রিয় হয়ে ওঠে বেশি করে। আর সেই কারণেই এই নিরাপত্তা।”
ভারতের গেদে সীমান্তে দীর্ঘদিনের ব্যবসায়ী অসীম মন্ডল জানান, “সারা বছর ধরেই গেদে দর্শনা সীমান্ত থেকে অসংখ্য মানুষ দুই দেশে যাতায়াত করে থাকেন। তবে অন্যান্য দিনের থেকে এই সময়টা কাস্টমস এবং সীমান্তরক্ষী বাহিনীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। কোন রকম অপ্রীতিকর কিছু দেখলেই তারা সেটি ভালো করে যাচাই করে নিচ্ছেন যাতে নির্বাচনের সময় বাংলাদেশে কোনরকম অস্বস্তিকর পরিস্থিতি না তৈরি হয়”। তাই পড়শি দেশের নির্বাচন স্বাভাবিকভাবে যাতে সম্পূর্ণ হয় তা নিয়ে সতর্ক আমাদের দেশও।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2024 3:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh Election 2024: বাংলাদেশের নির্বাচনের প্রভাব ভারতের সীমান্তেও, রয়েছে বাড়তি সতর্কতা









