Bangla Video: দশরথ নন, তবু বৃদ্ধ বাবাকে ফিরে পেতে ছুটে এলেন রাম-লক্ষণ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bangla Video: বৃদ্ধ রুইদাস ধরের (৮৫) বাড়ি কাঁচরাপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লীতে। সেই তিনি এসে ঠাঁই নিয়েছিলেন শান্তিপুর পুরসভার নতুনহাট দিশারীতে
নদিয়া: মোবাইলে নিখোঁজ বাবার খবর দেখে রাম-লক্ষণ দুই ভাই গতকাল রাতেই উপস্থিত হন শান্তিপুরে। জানতে পারেন শান্তিপুর পুরসভার তত্ত্বাবধানে চলা নিরাশ্রয়ীদের সরকারি আশ্রয়স্থল নতুনহাট দিশারীতে রয়েছেন তাঁদের বৃদ্ধ বাবা। যিনি অভিমান করে ১৫ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন।
বৃদ্ধ রুইদাস ধরের (৮৫) বাড়ি কাঁচরাপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লীতে। সেই চিনি এসে ঠাঁই নিয়েছিলেন শান্তিপুর পুরসভার নতুনহাট দিশারীতে। বৃদ্ধের দুই সন্তান রাম ও লক্ষণের সঙ্গে কথা বলার শান্তিপুরের পুরপ্রধান নিজে কথা বলে বৃদ্ধ রুইদাস ধরে অভিমান ভাঙান। রাজি করান ছেলেদের সঙ্গে বাড়ি যাওয়ার জন্য। অপরদিকে বাবাকে শ্রদ্ধা এবং যত্নের সঙ্গে রাখার বিষয়ে দুই ছেলেকে নির্দেশ দেন তিনি।
advertisement
আরও পড়ুন: বিষহরি পুজোয় আজও মানা হয় প্রাচীন রীতি
advertisement
অন্যদিকে ছেলেরাও তাঁদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। জানান এই ধরনের ঘটনা আর ঘটবে না ভবিষ্যতে। সেই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিয়ে দুই ভাই বাবার সঙ্গে দিশারীতে এক টেবিলে বসে খেয়ে মহা আনন্দে বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন।
উল্লেখ্য, শান্তিপুর পুরসভা নিরাশ্রয়ী মানুষদের জন্য দিশারী গড়ে তুলেছে। ধীরে ধীরে তার উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই অনেকে সেখানে থাকেন এবং দুবেলা খাওয়া দাওয়া করেন। অসহায় বয়স্ক মানুষদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠছে এই দিশারী।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2024 10:19 PM IST






