Bangla Video: বাম আমলে তৈরি ভেষজ সুতো রঙের কারখানার শ্রমিকদের মনে 'বুদ্ধ' আজও অমলিন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bangla Video: তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে বাংলার তাঁত শ্রমিকদের জন্য এই অভিনব প্রচেষ্টাকে আজও সম্মান জানান নদিয়া জেলার সাধারণ খেটে খাওয়া মানুষরা
নদিয়া: তাঁতিদের কথা মাথায় রেখেই বাম আমলে ফুলিয়ায় তৈরি হয়েছিল সমবায় পরিচালিত ভেষজ সুতো রং করার কারখানা। সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বাংলার হস্তচালিত তাঁত শিল্পের জন্য রাজ্যের মধ্যে প্রথম ভেষজ উপায়ে সুতো রং করার কারখানা নিজের হাতে উদ্বোধন করেছিলেন নদিয়ার জেলার অন্তর্গত শান্তিপুরের ফুলিয়া অঞ্চলে।
তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে বাংলার তাঁত শ্রমিকদের জন্য এই অভিনব প্রচেষ্টাকে আজও সম্মান জানান নদিয়া জেলার সাধারণ খেটে খাওয়া মানুষরা। তবে কালের নিয়মে বুদ্ধবাবুর নামটি আজ মুছে গিয়েছে উদ্বোধনী ফলক থেকে। কিন্তু তাঁর উদ্যোগে তৈরি এই রং কারখানা তৎকালীন তাঁত শ্রমিকদের অনেকটাই আত্মনির্ভর হতে সাহায্য করেছিল।
আরও পড়ুন: গাড়ি চালকদের চোখ ঠিক রাখতে এগিয়ে এল সরকার
advertisement
advertisement
এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের তাঁত শিল্পকে অন্তর্জাতিক স্তরে পৌঁছতে একাধিক উদ্যোগও নিয়েছিলেন। এক্ষেত্রে এলাকাবাসীরা জানিয়েছেন, সেইসময় তাঁর এই কর্মকাণ্ডকে স্বচক্ষে দেখতে হাজির হয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত। তবে সেই কারখানা আজ ভগ্নপ্রায়, যদিও পরবর্তীকালে কারখানার পরিকাঠামোগত উন্নয়ন রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করলেও সমস্যার তেমন কিছু সুরাহা হয়নি। তাই আক্ষেপের সুরে এলাকাবাসীরা জানিয়েছেন, আজও বুদ্ধদেব ভট্টাচার্য এখানকার মানুষের মনে রয়ে গিয়েছেন।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 8:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বাম আমলে তৈরি ভেষজ সুতো রঙের কারখানার শ্রমিকদের মনে 'বুদ্ধ' আজও অমলিন