Bangla Video: বাম আমলে তৈরি ভেষজ সুতো রঙের কারখানার শ্রমিকদের মনে 'বুদ্ধ' আজও অমলিন

Last Updated:

Bangla Video: তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে বাংলার তাঁত শ্রমিকদের জন্য এই অভিনব প্রচেষ্টাকে আজও সম্মান জানান নদিয়া জেলার সাধারণ খেটে খাওয়া মানুষরা

+
বাম

বাম আমলে তৈরি হয়েছিল এই ভেষজ রঙের কারখানা

নদিয়া: তাঁতিদের কথা মাথায় রেখেই বাম আমলে ফুলিয়ায় তৈরি হয়েছিল সমবায় পরিচালিত ভেষজ সুতো রং করার কারখানা। সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বাংলার হস্তচালিত তাঁত শিল্পের জন্য রাজ্যের মধ্যে প্রথম ভেষজ উপায়ে সুতো রং করার কারখানা নিজের হাতে উদ্বোধন করেছিলেন নদিয়ার জেলার অন্তর্গত শান্তিপুরের ফুলিয়া অঞ্চলে।
তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে বাংলার তাঁত শ্রমিকদের জন্য এই অভিনব প্রচেষ্টাকে আজও সম্মান জানান নদিয়া জেলার সাধারণ খেটে খাওয়া মানুষরা। তবে কালের নিয়মে বুদ্ধবাবুর নামটি আজ মুছে গিয়েছে উদ্বোধনী ফলক থেকে। কিন্তু তাঁর উদ্যোগে তৈরি এই রং কারখানা তৎকালীন তাঁত শ্রমিকদের অনেকটাই আত্মনির্ভর হতে সাহায্য করেছিল।
advertisement
advertisement
এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের তাঁত শিল্পকে অন্তর্জাতিক স্তরে পৌঁছতে একাধিক উদ্যোগও নিয়েছিলেন। এক্ষেত্রে এলাকাবাসীরা জানিয়েছেন, সেইসময় তাঁর এই কর্মকাণ্ডকে স্বচক্ষে দেখতে হাজির হয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত। তবে সেই কারখানা আজ ভগ্নপ্রায়, যদিও পরবর্তীকালে কারখানার পরিকাঠামোগত উন্নয়ন রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করলেও সমস্যার তেমন কিছু সুরাহা হয়নি। তাই আক্ষেপের সুরে এলাকাবাসীরা জানিয়েছেন, আজ‌ও বুদ্ধদেব ভট্টাচার্য এখানকার মানুষের মনে রয়ে গিয়েছেন।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বাম আমলে তৈরি ভেষজ সুতো রঙের কারখানার শ্রমিকদের মনে 'বুদ্ধ' আজও অমলিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement