Bangla Video: সরাসরি জনসাধারণের সঙ্গে আলোচনা, সমস্যা সমাধানে বিকল্প পথে পুলিশ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bangla Video: এই সভায় ডায়মন্ডহারবারের প্রাক্তন ও বর্তমান বিধায়ক, পুরপ্রধান, মহাকুমাশাসক, বিডিও সহ একাধিক প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন
দক্ষিণ ২৪ পরগনা: সামাজিক বিভিন্ন অবক্ষয় রুখতে অভিনব উদ্যোগ নিল ডায়মন্ডহারবার পুলিশ জেলা। সরাসরি নাগরিক সমাজের সকল স্তরের মানুষজনকে নিয়ে পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে সচেতনতা মূলক যৌথ আলোচনাসভা আয়োজিত হল ডায়মন্ডহারবারের রবীন্দ্রভবনে। সেই আলোচনা সভায় যানজট থেকে জমি দখল, বেহাল রাস্তা থেকে নেশার আসর সমস্ত রকম সমস্যা নিয়ে কথা হয়েছে। সঙ্গে সাপে কাটা রোগীদের জন্য সচেতনতামূলক প্রচার চালানোর, বাইক স্ট্যান্ড তৈরির মত নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এই ধরণের উদ্যোগ গ্রহণ করায় খুশি আমজনতা। এই সভায় ডায়মন্ডহারবারের প্রাক্তন ও বর্তমান বিধায়ক, পুরপ্রধান, মহাকুমাশাসক, বিডিও সহ একাধিক প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন। এই সভায় উঠে আসা প্রায় সব প্রশ্নের উত্তর দিয়েছেন ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। পুরসভা বা ব্লকের অধীনে যে সমস্ত সমস্যা উঠে এসেছে সেটা বিভাগীয় দফতরের আধিকারিকদের নথিভুক্ত করতে ও সমাধানের ব্যবস্থা নিতে বলেন।
advertisement
advertisement
এই নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, আগামী দিনে প্রশাসন বিভিন্নভাবে পদক্ষেপ করবে। সাধারণ ও বিভিন্ন স্তরের নাগরিকদের সহমতের ভিত্তিতে তাই এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরণের যৌথ আলোচনা সভা হওয়ায় পুলিশ ও প্রশাসন সাধারণ মানুষের সমস্যার কথা সহজেই বুঝতে পারছে। সেই সঙ্গে সাধারণ মানুষ সমস্যার কথা জানাতে পারছে সহজেই। ফলে খুশি তারাও।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 11:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: সরাসরি জনসাধারণের সঙ্গে আলোচনা, সমস্যা সমাধানে বিকল্প পথে পুলিশ