Bangla News: সন্তোষপুরে রেললাইনের পাশে যাদবপুরের মহিলার মৃতদেহ, বাড়ছে রহস্য

Last Updated:

Bangla News: সন্তোষপুরে রেললাইনের পাশ থেকে যাদবপুরের মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য।

রেললাইন প্রতীকী ছবি
রেললাইন প্রতীকী ছবি
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সন্তোষপুরে রেললাইনের পাশ থেকে যাদবপুরের মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। জানা গিয়েছে, মহেশতলার সন্তোষপুরে রেললাইনের পাশ থেকেই মিলেছে ওই মহিলার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়েছে এলাকায়।
ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু এই দুর্ঘটনার রহস্য নাকি খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা সেই বিষয়টি এখন পুলিশের নজরদারিতে রয়েছে। সূত্রের খবর প্রথমে মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
আরও পড়ুন: ফের জাল ওষুধের পর্দাফাঁস, জীবনদায়ী নিত্য-প্রয়োজনীয় ৮ ওষুধ জাল! তালিকায় কোন কোন ওষুধ? নামগুলি শুনে চমকে উঠবেন
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। মহেশতলা থানার পুলিশ ও জিআরপি গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই মহিলাকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার দেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। সেই ব্যাগের থেকে মোবাইল চার্জার, আধার কার্ড পায় পুলিশ। ওই আধার কার্ড থেকেই মহিলার নাম, ঠিকানা জানতে পারে পুলিশ। জানা যায়, ওই মহিলার নাম রিঙ্কু সমাদ্দার (৩৯)। বাড়ি কলকাতার যাদবপুরে।
advertisement
advertisement
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, পুরনো চাকরি ফিরে পাচ্ছেন ৪২০০ চাকরিহারা! ছাড়পত্র শিক্ষা দফতরের
যাদবপুর থেকে ওই মহিলা কীভাবে সন্তোষপুরে এলেন আর কেনই বা রেললাইনের পাশে গেলেন সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ‌।আত্মঘাতী হয়েছেন নাকি খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয় লাইনের পাশে, এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কথা বলা হচ্ছে তদন্তকারীদের সঙ্গে। মহিলার পাশ থেকে কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সেগুলি মৃতদেহের পাশে ছড়িয়েছিল। সমস্ত কিছু অনুসন্ধান করে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: সন্তোষপুরে রেললাইনের পাশে যাদবপুরের মহিলার মৃতদেহ, বাড়ছে রহস্য
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement