West Midnapore News: পুজোর দিনে যান চলাচলে নিয়ন্ত্রণ, দেখুন কোথায় কোথায়
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
পুজোয় বেরিয়ে দুর্ভোগে পড়তে পারেন। তাই আগে থেকে পথ নির্দেশ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। বেঁধে দিল সময়সীমা।
পশ্চিম মেদিনীপুর: পুজোয় বেরিয়ে দুর্ভোগে পড়তে পারেন। তাই আগে থেকে পথ নির্দেশ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। বেঁধে দিল সময়সীমা। পঞ্চমী থেকে দশমী মেদিনীপুর শহরে টোটো-অটো-চারচাকা চলবে ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত! খড়্গপুরে চলবে দুপর ২ টো পর্যন্ত। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রশাসন। দুর্গাপূজায় ভিড় হবে। তাই যাতে ভিড় না হয়, সকলে যাতে নির্বিঘ্নে পুজো দেখতে পারেন তাই এই পদক্ষেপ প্রশাসনের।
প্রশাসন সূত্রে খবর, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত অর্থাৎ ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর এবং ‘রেল শহর’ খড়্গপুরে টোটো-অটো-রিক্সা এবং চার চাকার গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। বিগত বছরগুলির মতো এবারও পুজোর ক’দিন শহরের মধ্যে বাস, ট্রাক-সহ ভারি যানবাহন প্রবেশের উপরও যথারীতি বিধিনিষেধ আরোপ করেছে। গত মঙ্গলবার ও বুধবার এই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে-এই নির্দেশিকা।
advertisement
advertisement
১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মেদিনীপুর শহরে দুপুর ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত চলবে না কোনো টোটো, আটো, রিক্সা, চার চাকা (ফোর হুইলার) প্রভৃতি। খড়্গপুর শহরের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে দুপুর ২টো থেকে ভোর ৩টা পর্যন্ত।
শহরের মধ্যে এই সমস্ত ছোটো গাড়ি চলাচল করতে পারবে যথাক্রমে, মেদিনীপুর শহরের ক্ষেত্রে ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং খড়্গপুর শহরের ক্ষেত্রে ভোর ৩টা থেকে দুপুর ২টো পর্যন্ত। অন্যদিকে, দুর্গাপুজো সহ উৎসবের দিন গুলিতে দুই শহরেই বাস, ট্রাক-সহ ভারী যানবাহন চলাচলের উপরও অন্যান্য বছরের মতোই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলাশাসক খুরশিদ আলী কাদরী-র জারি করা বিজ্ঞপ্তি মেনে চলার নির্দেশ দিয়েছেন। তবে, জরুরি পরিষেবার (অ্যাম্বুল্যান্স, ওষুধপত্র, পুলিশ, দমকল প্রভৃতি) যানবাহন সহ অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। জাতীয় সড়ক-সহ জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও ভারী যানবাহন চলাচলে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিটি থানাকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2023 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Midnapore News: পুজোর দিনে যান চলাচলে নিয়ন্ত্রণ, দেখুন কোথায় কোথায়