Hooghly News: জলের নিচে 'গহ্বর'! এ যেন এক অদৃশ্য মৃত্যু ফাঁদ কোন্নগরের বারমন্দির ঘাটে

Last Updated:

Hooghly News: হুগলির কোন্নগরের বার মন্দির ঘাট, গঙ্গা তীরবর্তী এই বারোমন্দির স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এই মন্দির জনপ্রিয় হলেও এই মন্দিরের ঘাট স্নান করার জন্য কিন্তু অত্যন্ত বিপদজনক। কারণ এই নদীর ঘাটেই রয়েছে এক লুকোনো গহবর! যে গহবরে একবার পড়লে ভবলিলা সাঙ্গ!

+
বারো

বারো মন্দির গঙ্গার ঘাট এ রয়েছে অদৃশ্য মৃত্যুর ফাঁদ

হুগলি: হুগলির কোন্নগরের বার মন্দির ঘাট, গঙ্গা তীরবর্তী এই বারোমন্দির স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এই মন্দির জনপ্রিয় হলেও এই মন্দিরের ঘাট স্নান করার জন্য কিন্তু অত্যন্ত বিপদজনক। কারণ এই নদীর ঘাটেই রয়েছে এক লুকোনো গহবর! যে গহবরে একবার পড়লে ভবলিলা সাঙ্গ! দু-এক বছর নয় বরং কয়েক শো বছর ধরে এভাবেই বিপজ্জনক অবস্থায় রয়েছে এই নদীর ঘাট টি। এর সতর্কবার্তা ও রয়েছে গেটের বাইরে ঘাটের সামনে বড় বড় করে লেখা। তবুও সতর্কবার্তাকে উপেক্ষা করে মানুষজন গঙ্গায় নামতেই বাড়ছে বিপদ।
গেটের বাইরে কোন্নগর পৌরসভার কর্তৃক পক্ষ থেকে এক সতর্কবার্তা প্রদান করা রয়েছে। যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে এই গঙ্গার ঘাটে একটি দহ্ রয়েছে। যারা স্নান করতে নামবেন তাঁরা সাবধানে স্নান করবেন। কি এই দহ্‌! কেনই বা এটি বিপজ্জনক! এ বিষয়ে কথা বলতে আমরা এলাকার সাধারণ মানুষের কাছে পৌছাই। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় কয়েকশো বছর ধরেই প্রজন্মের পর প্রজন্ম তারাই দহ্য়ের গল্প শুনে এসেছেন তাঁদের পরিবারের মুখেই। এই গহ্বর হল নদীর মধ্যে থাকা এক বিশাল গর্ত। যে গর্তের মধ্যে অনবরত পাক খেয়ে চলেছে নদীর জল। মূলত ভাটার সময় এই গহ্বর আরও বিপজ্জনক হয়ে ওঠে। একবার এই গহ্বর এর মধ্যে পড়লে সাক্ষাৎ যমরাজের হাতছানি।
advertisement
advertisement
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বাবু দাস বলেন, বারো মন্দির ঘাটে এই গহ্বর রয়েছে ঘাটের সিঁড়ি শেষ হওয়ার কিছুটা পরেই। বাইরে থেকে দেখলে কখনও কখনও বোঝা যায় যে ওই জায়গায় অনবরত ঘুরপাক খেয়ে চলেছে জল। জলের এই স্রোতের টান এতটাই হয় যে ওই গর্তের আশেপাশে কেউ থাকলে তাঁকে জলের স্রোতে টেনে নামিয়ে নেয় গর্তের মধ্যে। ভাল সাঁতার জানা সাঁতারুদেরও হিমশিম খেতে হয় এই দহের মধ্যে পড়লে। মানুষজন অসতর্কভাবে গঙ্গায় স্নান করতে নেমে পড়ে আর তাতেই বেড়ে চলে বিপদ।
advertisement
প্রশাসনের তরফ থেকে বিপজ্জনক দহ্ থাকার দরুন ওই গঙ্গার ঘাটে বিশেষ পুজার দিনে স্নান করা নিষিদ্ধ করা হয়েছে। তবে, প্রশাসনের সতর্কবার্তাকে উপেক্ষা করে মানুষজন নেমে পড়েন গঙ্গায়। আর যাদের ভাগ্য খারাপ থাকে তারাই গিয়ে পড়েন সেই বিশাল জলের তলায় থাকা গহ্বর অর্থাৎ দহের কবলে। আর একবার যারা এর কবলে পড়েছেন তাঁদের নব্বই শতাংশ মানুষেরই মৃত্যু ঘটেছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জলের নিচে 'গহ্বর'! এ যেন এক অদৃশ্য মৃত্যু ফাঁদ কোন্নগরের বারমন্দির ঘাটে
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement