Bangla News: ঠাকুরনগর থেকে নিখোঁজ চার নাবালিকা, উড়িশ্যার খুড়দায় ট্রেন থেকে উদ্ধার

Last Updated:

Bangla News: পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঁচ তারিখে ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির চার পড়ুয়া বাড়ি থেকে স্কুলের নাম করে বের হয়। কিন্তু তারা স্কুলে পৌছায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গাইঘাটা থানার দারস্থ হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ:  পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঁচ তারিখে ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির চার পড়ুয়া বাড়ি থেকে স্কুলের নাম করে বের হয়। কিন্তু তারা স্কুলে পৌছায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গাইঘাটা থানার দারস্থ হয়। পরিবারের অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নামে গাইঘাটা থানার পুলিশ।
আরও পড়ুনঃ GPS বন্ধ করে রুট বদল, নিউজিল্যান্ডে কিশোরীকে ধর্ষণ! ৭ বছরের জেল ভারতীয় উবার চালকের
তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নাবালিকার ট্রেনে চেপেছে ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছে। পরবর্তীতে গাইঘাটা থানা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রেল পুলিশের সঙ্গে। উড়িশ্যার খুড়দা রেল পুলিশের সহযোগিতায় তাদের ট্রেন থেকে নামানো হয়।
advertisement
advertisement
পরবর্তী গাইঘাটা থানার পুলিশের একটি টিম খুড়দা থেকে তাদের ফিরিয়ে আনে গাইঘাটায়। উদ্ধার হওয়া নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পুলিশ ক্ষতিয়ে দেখছে ওই নাবালিকারা কি কারনে, কি ভাবে ট্রেন উঠেছিল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ঠাকুরনগর থেকে নিখোঁজ চার নাবালিকা, উড়িশ্যার খুড়দায় ট্রেন থেকে উদ্ধার
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement