কাঠের পুতুলের গ্রাম! পুজোর বরাত মিলতেই, দিন রাত এক করে পেঁচা গড়ছে নতুনগ্রাম 

Last Updated:

Bangla News - এ যেন কাঠের পুতুলের দেশ। পূর্বস্থলীর নতুনগ্রাম। এই গ্রাম কাঠের পুতুলের গ্রাম নামে পরিচিত।

কাঠের পুতুলের গ্রাম! পুজোর বরাত মিলতেই, দিন রাত এক করে পেঁচা গড়ছে নতুনগ্রাম
কাঠের পুতুলের গ্রাম! পুজোর বরাত মিলতেই, দিন রাত এক করে পেঁচা গড়ছে নতুনগ্রাম
#বর্ধমান: করোনার দুর্বিষহ পরিস্থিতি কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক চারপাশ। তারই মধ্যে এসেছে পুজোর বরাত। জোর তৎপরতা তাই কাঠের পুতুলের গ্রামে। এখন ঘরে ঘরে দিন রাত এক করে তৈরি হচ্ছে কাঠের পেঁচা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুন গ্রামের কথাই বলা হচ্ছে। এবার কলকাতার নামী কয়েকটি পুজো কমিটি নতুন গ্রামের কাঠের পেঁচায তাদের মণ্ডপ সজ্জায় রাখছেন। যেহেতু একসঙ্গে অনেক কাঠের পেঁচার প্রয়োজন তাই শুধু ব্যক্তিগত কোনও শিল্পী নন নতুন গ্রামের শিল্পীরা সকলে মিলেই যে যার ঘরে সেই কাঠের পেঁচা তৈরিতে ব্যস্ত।
এ যেন কাঠের পুতুলের দেশ। পূর্বস্থলীর নতুনগ্রাম। এই গ্রাম কাঠের পুতুলের গ্রাম নামে পরিচিত। ঘরে ঘরে দিন রাত এক করে তৈরি হচ্ছে কাঠের পুতুল। এই শিল্প বঙ্গীয় ঘরানার কাঠের পুতুলের জন্য স্বতন্ত্র। বৈষ্ণব প্রভাবিত অগ্রদ্বীপ সন্নিহিত হওয়ায় শিল্পের সাথে বৈষ্ণবীয় ধারার নিবিড় সম্পর্কও রয়েছে।
রাধাকৃষ্ণ, গৌড় নিতাই, জগন্নাথ বলরাম সুভদ্রা, বর কনে তৈরি হলেও সবচেয়ে বেশি তৈরি হয় কাঠের পেঁচা। আজ থেকে নয়, কয়েকশো বছর ধরেই এই পুতুল তৈরি হয় বর্ধমানের নতুন গ্রামে। এবার পশ্চিমবঙ্গ সরকার এই শিল্পকে জিআই ট্যাগ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে।
advertisement
advertisement
আজকের এই নতুনগ্রাম এক সময় ছিল গভীর জঙ্গল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে এসে এখানে এই গ্রাম গড়ে তোলেন। নাম হয় নতুনগ্রাম। সেখানে থাকতে শুরু করেন সূত্রধররা। প্রথমে পাথরের মূর্তি গড়লেও পরে তারা এই কাঠের শিল্পকে আপন করে নেন।
রথের মেলা,রাসযাত্রা, জয়দেবের মেলা সহ সব মেলাতেই নতুনগ্রামের বিভিন্ন কাঠের পুতুলের চাহিদা বরাবরের। চাহিদা বেড়েছে মঞ্জুষা, বিশ্ববাংলার স্টলে। তবে এখন সোস্যাল মিডিয়ার হাত ধরে বিশ্বজোড়া বাজার পেয়েছে নতুনগ্রাম। রাজ্য দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার আসছে অন লাইনে।
advertisement
চাহিদা বাড়ায় বাড়ছে অভিনবত্ব। কাঠের পেঁচা স্থান করে নিচ্ছে জানালার পর্দা, ঘড়ি, শো পিসে। দিন রাত এক করে কাজ করছেন বাড়ির সকলে। কাঠের পেঁচার দাম কুড়ি টাকা থেকে দু হাজার টাকা বা তার বেশি। যেমন উচ্চতা তেমন দাম।
advertisement
শিল্পীরা বলছেন, আগেও পুজোয় বরাদ্দ মিলতো। তবে করোনার কারণে দু'বছর বিক্রিবাটা অনেক কম হয়েছিল। এবার আবার পুজোর বরাত এসেছে। এছাড়াও শীতকালে নানান মেলাও হবে। দিন দিন এখানকার কাঠের পুতুলের চাহিদা বাড়ছে। কিছুটা স্বাচ্ছন্দ্য ফিরেছে ঘরে ঘরে। সকলেই উপার্জনের একটা মাধ্যম পেয়েছেন। উৎসাহ নিয়ে তাই কাজ করছেন বাড়ির সকলেই।
শরদিন্দু ঘোষ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাঠের পুতুলের গ্রাম! পুজোর বরাত মিলতেই, দিন রাত এক করে পেঁচা গড়ছে নতুনগ্রাম 
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement