Bangla News: মোবাইল টাওয়ারে উঠে কী করছেন প্রেমিক-যুগল? দু'জোড়া জুতো দেখেই রহস্য এলাকায়! তেহট্টে অবিশ্বাস্য কাণ্ড
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bangla News: স্থানীয় টাওয়ার সংলগ্ন এলাকায় দু’জোড়া চটি পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে টাওয়ারের কর্মীর মনে। তিনি আশঙ্কা করেন, হয়তো টাওয়ারের উপরে সম্ভবত প্রেমিক-প্রেমিকা উঠেছেন।
তেহট্ট, নদিয়া, মৈনাক দেবনাথ: মোবাইল টাওয়ারের উপর উঠে বসে আছেন প্রেমিক যুগল! এই সন্দেহে চাঞ্চল্যের সৃষ্টি হয় তেহট্টের চিলাখালি এলাকায়। নদিয়ার তেহট্টের চিলাখালিতে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় টাওয়ার সংলগ্ন এলাকায় দু’জোড়া চটি পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে টাওয়ারের কর্মীর মনে। তিনি আশঙ্কা করেন, হয়তো টাওয়ারের উপরে সম্ভবত কোনও যুগল উঠেছেন। তিনি লাইট মেরে টাওয়ারের উপরে খোঁজ নেওয়ার চেষ্টা করলেও কিছু দেখতে পাননি।
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
এরপরই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যেই স্থানীয়রা জড়ো হতে থাকেন টাওয়ারের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরও কারও হদিশ মেলেনি। পরে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকলকর্মীরাও টাওয়ারের উপরে উঠে তল্লাশি চালান, তবে কাউকে পাওয়া যায়নি। তবে নিচে দু’জোড়া চটি পড়ে থাকা নিয়ে রহস্য থেকেই গিয়েছে। অনেকেই মনে করছেন টাওয়ারের উপরে হয়তো কোনও প্রেমিক যুগল অসামাজিক কাজকর্ম করতেই উঠেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: বাবার জন্মদিনে সেরা অভিনেতার পুরস্কার জয় অভিষেকের, কান্না জড়ানো গলায় স্টেজে ঐশ্বর্য-আরাধ্যার কথা! ভাইরাল ভিডিও
সুযোগ বুঝে তারা কোনও ফাঁকে টাওয়ার থেকে নেমে পালিয়েছে। টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত কর্মীর ধারণা, কেউ হয়তো চুরির উদ্দেশ্যে টাওয়ারে উঠেছিল, পরে ভয়ে পালিয়ে যায়। কারণ এর আগেও স্থানীয় অন্য একটি টাওয়ারে এই ধরনের ঘটনা ঘটেছিল যেখানে বেশ কিছু সামগ্রী খোয়া গিয়েছিল বলেও জানান তিনি। যদিও টাওয়ারে এই ঘটনার পর থেকেই পাহারা আরও কড়াকড়ি করা হয় টাওয়ার সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মোবাইল টাওয়ারে উঠে কী করছেন প্রেমিক-যুগল? দু'জোড়া জুতো দেখেই রহস্য এলাকায়! তেহট্টে অবিশ্বাস্য কাণ্ড