Bangla News: মালদহের স্কুলে আচমকা কে এলেন! না জানিয়ে স্কুলে আসেননি ১০ শিক্ষক, তারপর যা হল...

Last Updated:

Bangla News: মালদহের স্কুলে আচমকা হানা। ছুটি ছাড়াই গড়হাজির ১০ শিক্ষক! ক্ষুব্ধ ডিআই।

কে এলেন স্কুলে!
কে এলেন স্কুলে!
সেবক দেবশর্মা,মালদহ: মালদহের কালিয়াচক হাইস্কুলে আচমকা পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ জেলা শিক্ষা দফতরের দলের। একাধিক অনিয়মের ছবি স্পষ্ট। আগাম ‘ছুটি’ ছাড়াই স্কুলে একই দিনে গড়হাজির প্রায় দশ শিক্ষক। মিড ডে মিলে অনিয়ম, ইচ্ছেমতো হাজিরা শিক্ষকদের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ‘ধমক’ জেলা বিদ্যালয় পরিদর্শকের। দীর্ঘদিন ধরে করা হয়নি অডিট। সরকারি অনুদানের টাকার খরচেও চরম গাফিলতি।
মালদহের কালিয়াচক হাইস্কুলে একাধিক অনিয়মের অভিযোগ পেয়ে আচমকা হানা জেলা বিদ্যালয় পরিদর্শক সহ শিক্ষা দপ্তরের তদন্তকারী দলের। দলের নেতৃত্বে ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস। মালদহের কালিয়াচক হাইস্কুলে পড়ুয়ার সংখ্যা ২৩০০ ( দুই হাজার তিনশো। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৫০ জন। অথচ, এই স্কুলে পড়াশোনা নিয়েও বিস্তর অভিযোগ পৌঁছয় জেলা শিক্ষা দফতরে।
advertisement
স্কুলের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তদন্তকারীরা। এতে উঠে আসে নানা অনিয়ম। মিড ডে মিলের হিসেবে গরমিল। প্রকৃত উপস্থিতির চেয়ে বেশি পড়ুয়ার হাজিরা দেখানোর অভিযোগ। স্কুলের পরিস্থিতি দেখে ব্যাপক ক্ষুব্ধ মালদহের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চরম ভৎর্সনা করেন তিনি।
advertisement
advertisement
জেলা শিক্ষা দফতরে পরিদর্শকরা দেখেন শিক্ষকদের ছুটির হিসেবে বিস্তর গরমিল। শিক্ষকেরা যে যেমন পেরেছেন ছুটি নিয়েছেন। সরকারের নিয়ম না মেনে কোন কোন শিক্ষকের টানা এক সপ্তাহের বেশি ক্যাজুয়াল লিভ বা সি এল দেখানো হয়েছে। স্কুলে একসঙ্গে দশ শিক্ষকের অনুপস্থিতি ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে প্রত্যেকের ছুটির আবেদন পত্র দেখতে চান ডি আই। এর কোনও সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক। পরে অন্যান্য শিক্ষকদের সঙ্গেও আলাদা বৈঠক করে সতর্ক করা হয়। যেখানে ভুলভ্রান্তি না শোধরালে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
advertisement
যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আজগর বলেন , আচমকা ডিআই সাহেব এসেছিলেন। মূলত শিক্ষকদের ছুটির পদ্ধতিগত ভুলের কথা বলা হয়েছে। সমস্ত ত্রুটি শুধরে নেওয়া হবে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মালদহের স্কুলে আচমকা কে এলেন! না জানিয়ে স্কুলে আসেননি ১০ শিক্ষক, তারপর যা হল...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement