Bangla News: অভাবেও আটকাবে না শিক্ষা, পাঁশকুড়ার এই যুবকের কাজ জানলে অবাক হবেন আপনিও!
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি শিক্ষা সামগ্রী সহ খাবারদাবার ও পোশাক পরিচ্ছদ তুলে দিচ্ছেন ওই যুবক।
পাঁশকুড়া, সৈকত শী: পাঁশকুড়ার এই যুবকের কাজ জানলে অবাক হবেন আপনিও। নিজের সেরকম সাধ্য নেই, কিন্তু তারপরেও মানুষের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেন না। তিনি ব্রতী হয়েছেন ঝুপড়ির অন্ধকারে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার। রেল লাইনের পাশে ঝুপড়িতে বাস করে মানুষজন। যাদের ঝুপড়ির অন্ধকারে শিক্ষার আলো এখনও অধরা। ঝুপড়ির অন্ধকার ঠেলে শিক্ষার আলো পৌঁছে দিতে বদ্ধপরিকর পাঁশকুড়ার এক যুবক। তিনি ঝুপড়িতে বাস করা ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিলেন। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি শিক্ষা সামগ্রী সহ খাবারদাবার ও পোশাক পরিচ্ছদ তুলে দিচ্ছেন ওই যুবক।
স্বামী বিবেকানন্দের লেখা ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’ বা ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্য’ মনে আছে! মনে থাকলেও আমরা কতজনই বা বাস্তব জীবনে করে দেখাতে পারি! কিন্তু পাঁশকুড়ার যুবক পার্থপ্রতিম পতি তাই করে দেখাচ্ছেন। তার জীবনের মূল মন্ত্র যেন ‘মানুষ মানুষের জন্য।’ গৃহ শিক্ষকতা করেই নিজের সংসার চালান পার্থপ্রতিম পতি। কিন্তু তা সত্বেও পাঁশকুড়া স্টেশন সংলগ রেল লাইনের ধরে ঝুপড়িতে বাস করা মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঝুপড়ির অন্ধকারে শিক্ষার আলো পৌঁছে দিতে ব্রতী হয়েছেন তিনি।
advertisement
রেল লাইনের ধারে ঝুপড়িতে বাস করা পরিবারে দারিদ্রতা, যেখানে নিত্য সঙ্গী সেখানে পড়াশোনা করাটা বিলাসিতা। ফলে ঝুপড়িতে বাস করা পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণে স্কুলে যায় না। ঝুপড়ির ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষার মধ্যে অন্ধকার থেকে আলোর পথে আনতে বিনে পয়সায় পড়ানোর দায়িত্ব তুলে নিয়েছে ওই গৃহ শিক্ষক। শুধু পড়াশোনার দায়িত্ব নয় তাদের শিক্ষা সামগ্রী খাবার-দাবার এবং পোষাক পরিচ্ছদের দায়ভার গৃহ শিক্ষকের কাঁধে। এ বিষয়ে ওই গৃহ শিক্ষক জানান, ‘ঝুপড়ির অন্ধকারে বাস করা পরিবারের ছেলে মেয়েরা দারিদ্রতার কারণে শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষার মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাঁরা এই প্রচেষ্টা।’
advertisement
advertisement
বর্তমানে পাঁশকুড়া রেললাইনের ধারে ৫০ টি পরিবারের ছেলেমেয়েদের পড়ানোর পাশাপাশি শিক্ষা সামগ্রী পোশাক পরিচ্ছদ ও খাবার দাবার পৌঁছে দিচ্ছে বেকার যুবক পার্থপ্রতিম। তাঁর এই কাজে সাহায্য করেছে বন্ধু-বান্ধব। রেললাইনের পাশে ঝুপড়িতে বাস করা পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষার আলো সঙ্গী করে ঝুপড়ির অন্ধকার ঠেলে সমাজে মূল স্রোতে যাতে ফিরে আসে এটাই তাঁর লক্ষ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অভাবেও আটকাবে না শিক্ষা, পাঁশকুড়ার এই যুবকের কাজ জানলে অবাক হবেন আপনিও!









