Bangla News|| এ মহেশ মরে না, বরং হড়পা বান থেকে বাঁচায়! বাংলার এই আসল 'হিরো'কে চিনলে গর্ব করবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: গন্ধেশ্বরীতে এসেছিল হড়পা বান, আটকে গিয়েছিল একটি টাটা সুমো। নিজের জীবনের তোয়াক্কা না করে গাড়ির কাজ ভেঙে প্রাণ রক্ষা করেছিলেন বাঁকুড়ার মহেশ জয়সওয়াল।
বাঁকুড়া: বাঁকুড়ার মহেশ জয়সওয়াল বিখ্যাত 'জীবনদাতা' নামে। তিনি মানুষ খেকো গন্ধেশ্বরীর হাত থেকে ছিনিয়ে এনেছেন বহু প্রাণ। আজ ভার্চুয়ালি উদ্বোধন করা হল সতীঘাট ব্রিজ। মহেশের প্রতিক্রিয়া অবাক করে দেবে আপনাকে। একসময় গন্ধেশ্বরী নদীতে আসত হড়পা বান। নদীতে প্রাণ হারাতেন বহু মানুষ। আটকে যেত ছোট এবং বড় যানবাহন।
বাঁকুড়া জেলার গন্ধেশ্বরী নদী একটি মানুষকে কোন নদী হিসেবে পরিচিত ছিল। বাঁকুড়া শহরের সতীঘাট এলাকায় বহুদিন ধরে চলছিল সেতু সংস্কারের কাজ, এ দিন উদ্বোধন করা হল সতীঘাট ব্রিজ। বহু মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী এই ব্রিজ এবং গন্ধেশ্বরী নদী। নদীতে প্রাণ কেড়েছে বহু মানুষের।
advertisement
নদীতে কেউ বিপদে পড়লেই আপতকালীন পরিষেবার আগে পৌঁছে যেত বাঁকুড়ার স্থানীয় বাসিন্দা মহেশ জয়সওয়াল। একজন দুইজন নয়! ২৮-৩০ জন মানুষের প্রাণ বাঁচিয়েছেন মহেশ একাই। এলাকায় পরিচিত তিনি 'জীবনদাতা' নামে। একবার নদীতে আটকে পড়ে একটি টাটা সুমো গাড়ি। গাড়িতে ছিল বাচ্চা এবং মহিলা-সহ বেশ কয়েকজন যাত্রী। জীবনের ঝুঁকি না নিয়ে ঝাঁপিয়ে পড়েন মহেশ তারপর দুর্বোধ্য উদ্যমতায় প্রাণ রক্ষা করেন প্রত্যেকের। বহুবার চোট আঘাত পেয়েও পিছিয়ে আসেনি মহেশ। সমান উদ্যমতায় করে গেছে মানুষের জীবন রক্ষা।
advertisement
সতীঘাট ব্রিজ চালু হলে মহেশ জানায়, এই সেতু চালু হওয়ার পর দুর্ভোগ কেটে যাবে সাধারণ মানুষের। শুধুমাত্র তিনিই নন, সতীঘাট সেতু চালু হওয়ার পর আনন্দ হয়েছে এলাকার আপামর মানুষের।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| এ মহেশ মরে না, বরং হড়পা বান থেকে বাঁচায়! বাংলার এই আসল 'হিরো'কে চিনলে গর্ব করবেন