Bangla News: 'পরীক্ষায় পাশ করেও, চাকরি পেলাম না'! তন্ময় এখন 'এমএ পাশ লটারিওয়ালা'!
- Published by:Piya Banerjee
Last Updated:
Bangla News: অভাবের সংসারে কষ্ট করে এমএ পাশ! রাজ্য পুলিশের এস আই কনস্টেবল পরীক্ষায় পাশ করেও চাকরি মেলেনি। তাই তন্ময় এখন এমএ পাশ লটারিওয়ালা!
#নওদা: নওদার আমতলা বাজারের নানান দোকানের ভিড়ে চোখে পড়বে রাস্তার ধারে একটি ছোট টেবিলের উপর লটারির দোকান। টেবিলের উপর লেখা এম এ পাশ লটারিওয়ালা তন্ময়। হ্যাঁ, এম পাশ করেও কোনও চাকরি জোটেনি মুর্শিদাবাদের নওদা থানার সাকোয়া গ্রামের বাসিন্দা তন্ময় চুনারির। অভাবের সংসারে হাল ধরতে তাই লটারির দোকানই ভরসা। অভাবের মধ্যেও এম এ পাশ করে কোনও চাকরি না পাওয়ায় মনে কিছুটা অভিমান রেখেই তন্ময় দোকানের নাম রেখেছে এমএ পাশ লটারিওয়ালা তন্ময়।
পেট বড় বালাই, পেটের তাগিদেই দু'বেলা দু'মুঠো অন্ন জোগাড়ে কঠোর বাস্তবের মুখোমুখি হতে হয়। এমনই পরিস্থিতিতে দাঁড়য় যে লটারির দোকানই ভরসা হয় এম এ পাশ তন্ময় চুনারির। মুর্শিদাবাদের নওদা থানার সাকোয়া গ্রামের বাসিন্দা তন্ময় চুনারি। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে ক্লাস সেভেনে পড়তেই পড়াশোনা ছেড়ে দেয় তন্ময়। তারপর সংসারের হাল ধরতে কখনও সাইকেলের দোকানে আবার কখনও রাজমিস্ত্রীর কাজ করেছে সে। পড়াশোনার প্রতি আগ্রহ ছিল বরাবরই, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় ছিলনা। তারপরেই তন্ময়ের দাদা একটি লটারির দোকান খোলে। একটু রোজগার হতেই ফের পড়াশোনা শুরু করে দেয় তন্ময়।
advertisement
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বি এ, এম এ পাশ করার পর চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করে তন্ময়। ইচ্ছা রাজ্য বা কেন্দ্রীয় বাহিনীতে যোগদান করার। সেইমত রাজ্য পুলিশের এস আই কনস্টেবল পরীক্ষা দিয়ে লিখিত ও শারীরিক পরীক্ষায় পাশ করেও চাকরি মেলেনি। কিন্তু তারপরেই দাদার মৃত্যুর পর সংসারের দায় এসে পড়ে তন্ময়ের উপর। পরিবারে রয়েছে অসুস্থ মা, ভাই, বৌদি, ছোট ভাইপো। এম পাশ করেও কোনও চাকরি না জোটায় অভাবের সংসারে হাল ধরতে তাই লটারির দোকানই ভরসা তন্ময়ের। তবে এখন ও হাল ছাড়েনি তন্ময়। নিজেকে প্রস্তুত রাখতে প্রতিদিন ভোরে মাঠে দৌড়ে শরীরচর্চা করে নেয় সে। দোকানে বসে অবসরে টুকটাক পড়াশোনায় সেরে নেয়।
advertisement
advertisement
তন্ময় বলেন, খুব কষ্ট করে পড়াশোনা করেছি। আশা ছিল একটা চাকরি পেয়ে যাব। তাহলে আর কোনও চিন্তা থাকত না। কিন্তু পরীক্ষায় পাশ করেও বসে আছি। কোনও চাকরি পেলাম না। সংসার তো চালাতে হবে। তাই লটারির দোকানই আমার ভরসা। তবে মনে খুব দুঃখ নিয়েই দোকানের নামটা রেখেছি 'এম এ পাশ লটারীওয়ালা তন্ময়'। স্থানীয় বাসিন্দা সুজয় বিশ্বাস বলেন, উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও বেকারত্বের জ্বালায় লটারির দোকান চালিয়ে সংসার চালাচ্ছে তনায়। সমাজের কাছে যা অত্যন্ত লজ্জাজনক। উচ্চ শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য প্রশাসনের বিবেচনা করা উচিত। নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি মতিউর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। তন্ময়ের সঙ্গে কথা বলে সমস্ত সরকারী সহায়তার চেষ্টা করব তবে আশা রাখছি ও একদিন নিশ্চয় চাকরি পাবে। নওদা ব্লক কংগ্রেসের সভাপতি সুনীল কুমার মন্ডল বলেন, বর্তমান সরকারের আমলে শুধুই দুর্নীতি কোনও কর্মসংস্থান নেই। একজন এম পাশ ছেলে লটারি বিক্রি করছে যা অত্যন্ত লজ্জাজনক।
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2022 9:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'পরীক্ষায় পাশ করেও, চাকরি পেলাম না'! তন্ময় এখন 'এমএ পাশ লটারিওয়ালা'!

