Bangla News: আদরের পুচু নিখোঁজ! সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা, বারুইপুর জুড়ে পড়ল পোস্টার
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bangla News: আদরের পোষ্যকে খুঁজে দিলে কড়কড়ে ৫ হাজার, বারুইপুরে পড়ল পোস্টার।
বারুইপুর: আদরের পুচু হুলো বিড়াল। বয়স ১ বছর। নিখোঁজ একমাস। পুচুর সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, এমনই পোস্টার পড়ল বারুইপুরের বিভিন্ন এলাকায়। তাতে পুচুর বর্ণনাও দেওয়া আছে।
পুচুর না দেখা মেলায় বাড়ির আর এক বিড়াল পুচুলির মন খারাপ। খাওয়া দাওয়া লাটে। হতাশায় কাতর গৃহকর্তি শোভাদেবী। বারুইপুরের ৩ নম্বর ওয়ার্ডের শাহাজান রোডের বাসিন্দা গৃহবধূ শোভা মিত্র। বিড়াল পোষা তাঁর ও পরিবারের খুব শখ। সেই ইচ্ছে থেকেই বিড়াল পোষা শোভাদেবীর।
আরও পড়ুন: আর্থিক অনটন, খাবার নেই ঘরে! খিদেয় কাঁদছে একরত্তি, তিস্তায় ফেলে দিল মা!
তিনি বলেন, ‘এক বছর বয়স আমাদের পুচু বিড়ালের। আমার বাড়িতে দুটি বিড়াল। পুচু নিখোঁজ হওয়ার পর থেকেই পুচুলির মন খারাপ। আমার জীবন ছিল পুচু। প্রতিদিন চিংড়ি মাছ ভাত ওর পছন্দ ছিল। আমার কোলে সারাদিন শুয়ে থাকত। পুচু ও পুচলি ছাড়াও বাড়িতে পাড়ার ৫ টি বিড়ালও আসে। তাদেরও দেখাশোনা করি।’
advertisement
advertisement

পুচু
আরও পড়ুন: ‘আপনি ব্যাগটা দেখান দেখি…’, হাতেনাতে মহিলাকে পাকড়াও রেলকর্মীর! কেন? লজ্জায় মাথা কাটা যাত্রীর হাউ হাউ কান্না
কী করে আদরের পুচু নিখোঁজ হল? শোভাদেবী বলেন, ‘আমরা দার্জিলিং গিয়েছিলাম বেড়াতে। বাড়ি ফিরে দেখি পুচু নেই। হতাশ হয়ে পড়ি। এক বছরের বিড়াল কে কী করল ভেবে পাচ্ছি না। ওর খোঁজ করতেই পোস্টার মেরেছি এলাকায়। তাতে আমার ফোন নম্বরও দিয়েছি। এতেও যদি কাজ না হয় মাইকিং করব বারুইপুরে।’
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আদরের পুচু নিখোঁজ! সন্ধান দিতে পারলে ৫ হাজার টাকা, বারুইপুর জুড়ে পড়ল পোস্টার