Bangla News: যখন-তখন ভেঙে পড়বে বারুইপুর স্টেশনের ওভারব্রিজ! জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Bangla News: কয়েকদিন যেতে না যেতে আবারও নড়বড়ে ফুট ওভারব্রিজ। ভয়াবহ অবস্থা
বারুইপুর: কয়েকদিন যেতে না যেতে আবারও নড়বড়ে ফুট ওভারব্রিজ। আর যার জেরে ওই ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে । কিন্তু কেন মেরামতের কাজে গাফিলতি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা। এর জেরে জীবনের ঝুঁকি নিয়ে লাইন ধরে যাত্রীদের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এই অবস্থা বারুইপুর স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত ওভারব্রিজের। এই প্রসঙ্গে স্টেশন সংলগ্ন ১৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা তাপস ভদ্র বলেন, মেরামতের কাজ শুরু হলেও ঠিক ভাবে তা হচ্ছে না। স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে ভারী বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে।
advertisement
পুজোর আগেই ওভারব্রিজের সংস্কার দরকার। যদিও বারুইপুর স্টেশনের এক আধিকারিক বলেন, ওভারব্রিজ বিপদজনক বলেই যাতায়াত বন্ধ করা আছে। বৃষ্টির জন্য কাজে সমস্যা হচ্ছে। তবে দু-একদিনের মধ্যে আবার চালু করে দেওয়া হবে ওভারব্রিজ।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2023 7:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: যখন-তখন ভেঙে পড়বে বারুইপুর স্টেশনের ওভারব্রিজ! জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত!