Bangla News: বীরভূমে CJM-এ গাড়িতে এ কী বীভ‍ৎস ঘটনা! ছুটে এলেন স্থানীয়রা, তারপরই বেধড়ক মার

Last Updated:

Bangla News: বীরভূম জেলা আদালতের CJM গাড়িতে দুষ্কৃতী হামলা।

এ কী কাণ্ড!
এ কী কাণ্ড!
বোলপুর: বীরভূম জেলা আদালতের CJM এর গাড়িতে আক্রমণের অভিযোগ এক দল মদ্যপ দুষ্কৃতীর বিরুদ্ধে । CJM-এর গাড়ির চালকের সঙ্গে বচসা তিন বাইক আরোহীর । বীরভূমের সিউড়ির নতুন পল্লী এলাকার ঘটনা । ওই সময় গাড়িতে ছিলেন না CJM , গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ মদ্যপদের বিরুদ্ধে । স্থানীয়দের মারে ওই মদ্যপদের মধ্যে এক মদ্যপ ভর্তি সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
ঘটনার তদন্তে সিউড়ি থানার পুলিশ । CJM -এর গাড়ি চালক মীর ফুল মহম্মদ জানান , “আমি বাড়ি থেকে আহমদপুর স্টেশন যাচ্ছিলাম CJM স্যারকে আনতে , ঠিক সেই সময় সিউড়ির নতুনপল্লীর কাছে কিছুজন ছেলে মদ্যপ অবস্থায় আমার গাড়ি আটকায় এবং আমার গাড়িতে হালকা ধাক্কা মারে । আমি তখনই দাঁড়ায় । তখন ওরা এসে আমায় গলায় ধরে এবং আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় । আমি কিছু বলতে গেলে আমায় বলে আমি নাকি ওদের গাড়িতে ধাক্কা মেরেছি । তখন কিছু স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে ওদের থামানোর চেষ্টা করলে একজন বাসিন্দার গলার চেন কেড়ে নেয় এবং তাকে মারধর করে ।”
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা মহম্মদ আজিজ বলেন , “আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি রাস্তায় ঝামেলা চলছে। আমি গাড়ি থামিয়ে যখন ঝামেলার ওখানে যাই, তখন দেখি একজন চারচাকা গাড়ি চালকের সঙ্গে কিছুজন বাইক আরোহীর ঝামেলা হচ্ছে। তখন সেই ঝামেলা দেখে আমি ওদের বলি রাস্তা থেকে সাইডে গিয়ে ঝামেলা মিটিয়ে নিতে। এই কথা বলতেই ওই বাইক আরোহীর মধ্যে একজন যে চারচাকা গাড়ির কাঁচ ভেঙেছিল, সেই আমার গলা থেকে আমার সোনার চেনটা টেনে ছিড়ে নেই এবং সঙ্গে সঙ্গে আমাকে মারতে লাগে। তারপরই ওই এলাকার স্থানীয় কিছু মানুষ এসে ঝামেলা থামায় ও ওদের মধ্যে একজনকে ধরে ।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে , বাকি বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বীরভূমে CJM-এ গাড়িতে এ কী বীভ‍ৎস ঘটনা! ছুটে এলেন স্থানীয়রা, তারপরই বেধড়ক মার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement