Bangla News: মাঝগঙ্গায় ভয়ঙ্কর কাণ্ড! সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠল পরিবার, হাহাকার-শোক এলাকায়

Last Updated:

Bangla News: জগদ্দল গঙ্গার ঘাটে স্নান করতে নামার পর থেকেই নিখোঁজ এক যুবক। সিসিটিভিতে ধরা পড়ল গঙ্গায় তলিয়ে যাচ্ছে যুবক, পুলিশ হেফাজতে বন্ধু, খোঁজ চলছে গঙ্গায়।

গঙ্গার ঘাট
গঙ্গার ঘাট
উত্তর ২৪ পরগনা: জগদ্দল গঙ্গার ঘাটে স্নান করতে নামার পর থেকেই নিখোঁজ এক যুবক। জানা যায়, বুধবার বিকেলে জগদ্দল গঙ্গার ঘাটে নিজের বন্ধুর সঙ্গে স্নান করতে আসেন বছর বাইশে যুবক হায়দার আলী। তারপর থেকেই সেই যুবক আর বাড়ি না ফেরায় রাতভর জেগে খোঁজখবর শুরু হয়।
যুবকের পরিবার সূত্রে দাবি, বিজয় রাজভর নামে তার এক বন্ধুর সঙ্গে জগদ্দল ঘাটে গঙ্গা স্নান করতে এসেছিলেন নিখোঁজ যুবক হায়দার আলী। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এখন নিখোঁজ ওই যুবকের খোঁজ চালানো হচ্ছে জগদ্দল গঙ্গারঘাট সংলগ্ন বিভিন্ন এলাকায়। গঙ্গা জুড়েও চালানো হচ্ছে খোঁজ।
advertisement
advertisement
নিখোঁজ যুবকের পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। নিখোঁজ ওই যুবকের সঙ্গে যে বন্ধু ছিলেন তাকেও ইতিমধ্যে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। গোটা ঘটনায় এলাকায় চড়িয়েছে চাঞ্চল্য। হায়দার আলীর সঙ্গে থাকা বন্ধু বিজয় রাজভর গঙ্গায় তলিয়ে যাওয়ার বিষয়টি বাড়িতেও বলেননি।
advertisement
এরকমই পরিস্থিতিতে নিখোঁজ যুবকের পরিবারের লোকজন খোঁজ করতে করতে গঙ্গার ঘাটে এসে দেখেন পড়ে রয়েছে জামাকাপড়। এরপরই স্থানীয় পুলিশের উপস্থিতিতে এলাকার সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ওই যুবক গঙ্গায় তলিয়ে যায়। এখনও অবধি খোঁজ চললেও যুবকের দেহ উদ্ধার হয়নি। এলাকায় নেমেছে শোকের ছায়া।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাঝগঙ্গায় ভয়ঙ্কর কাণ্ড! সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠল পরিবার, হাহাকার-শোক এলাকায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement