Bangla News: অন্নপ্রাশনে খেয়ে আসার পরই একের পর এক হাসপাতালে, দাসপুরের গ্রামে হলটা কী?
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Bangla News: দুপুর ও রাতে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত ছিলেন প্রায় শতাধিক।
দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে অন্নপ্রাশন বাড়িতে খাবার খেয়ে অসুস্থ প্রায় ৮০ জন। ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১২। ২৪ ঘণ্টা পার হলেও বেড়েই চলেছে অসুস্থের সংখ্যা। পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে ও হাসপাতালে গেলেন মহকুমা শাসক।
এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর দুই নম্বর ব্লকের ঘনশ্যাম বাটি গ্রামে। জানা যায়, ঘনশ্যাম বাটি গ্রামের বাসিন্দা জগন্নাথ ঘোড়ইয়ের নাতির অন্নপ্রাশন ছিল শুক্রবার। তাই দুপুর ও রাতে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিত ছিলেন প্রায় শতাধিক। সেই অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার পরেই শুক্রবার রাত থেকে বমি ও পেটের রোগ নিয়ে একে একে অসুস্থ হতে থাকেন।
advertisement
advertisement
আরও পড়ুন: তীব্র গরমে ভাজাভাজা চামড়া! আরও আতঙ্কের পূর্বাভাস আবহাওয়া দফতরের, না জানলে বিপদ
ইতিমধ্যে যার সংখ্যা প্রায় ১০০ ছুঁইছুঁই। শনিবারও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। শনিবার রাত পর্যন্ত সোনাখালি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় প্রায় ১২ জনকে। গ্রামেও চিকিৎসারত রয়েছেন প্রায় ৬০ জন। ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে গ্রামে পৌঁছন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ মহাকুমা প্রশাসনের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: ওড়িশার ভয়ঙ্কর দুর্ঘটনায় রেলের ক্ষতির পরিমাণ কত জানেন? রিপোর্ট শুনলে মাথা ঘুরে যাবে!
যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পানীয় জল বা ফুচকা থেকেই কোনও বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। যদিও পুরো বিষয়টি উপর নজর রেখেছে মহাকুমা প্রশাসনের আধিকারিকেরা বলে জানিয়েছেন মহকুমা শাসক, ঘটনায় ছড়িয়েছে বিরাট আতঙ্ক।
সুকান্ত চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 3:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অন্নপ্রাশনে খেয়ে আসার পরই একের পর এক হাসপাতালে, দাসপুরের গ্রামে হলটা কী?