Bangaon Local Derailed at Dumdum: ব্যস্ত সময় লাইনচ্যুত বনগাঁ লোকাল, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা রেলের

Last Updated:

Bangaon Local Derailed at Dumdum: ব্যস্ত সময় লাইনচ্যুত বনগাঁ লোকাল, দমদম স্টেশনে এই ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা রেলের।

+
লাইনচ্যুত

লাইনচ্যুত ট্রেন

উত্তর ২৪ পরগনা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল। দমদম জংশন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটে বলেই জানা যাচ্ছে। সেই সময় ট্রেনের গতি অনেকটাই কম থাকায়, দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন যাত্রীরা।
জানা যাচ্ছে, শিয়ালদহ গামী ওই বনগাঁ লোকালের শেষের দিকের কামরার চাকা লাইনচ্যুত হয়ে যায়। তীব্র ঝাকুনি অনুভব করেন যাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রেনের গেটের সামনেই নিত্যযাত্রীরা অপেক্ষা করছিলেন প্ল্যাটফর্মে নামবেন বলে। স্টেশনেও ঢুকে গিয়েছিল ট্রেনটি। সেই সময় হঠাৎ ঘটে এই বিপত্তি। মুহূর্তেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় ঘটনাস্থলে। খবর পেয়েই, ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রেল পুলিশ থেকে শুরু করে রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনটিকে ঠিক করে, শিয়ালদহের দিকে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
তবে, দমদম গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ায়, ১, ২, ৩ নম্বর স্টেশন এবং ৫ নম্বর প্লাটফর্মকে ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হয় রেলের তরফে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় কুড়ি মিনিটের মত সময় সমস্যা তৈরি হয়েছে বলেই রেলের তরফে জানানো হয়। বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে বলেই দাবি রেলের। এভাবে ব্যস্ত সময়ের বনগাঁ লোকাল লাইনচ্যুত হওয়ায়, রেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রীরা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangaon Local Derailed at Dumdum: ব্যস্ত সময় লাইনচ্যুত বনগাঁ লোকাল, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা রেলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement