Local Train Problem: বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল! কখন হবে ঠিক? চূড়ান্ত যাত্রী হয়রানি
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
Hooghly News: সকাল থেকে ট্রেনের চরম ভোগান্তি ব্যান্ডেল কাটোয়া শাখায়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন।
হুগলি: সকাল থেকে ট্রেনের চরম ভোগান্তি ব্যান্ডেল কাটোয়া শাখায়। একাধিক স্টেশনে দাঁড়িয়ে ট্রেন। খামারগাচিতে রেলের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় সকাল থেকে বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। আপ লাইনে ট্রেন চললেও অনিয়মিত ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ডাউন কাটোয়া-হাওড়া ও কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪ মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও ৮.০০ টার পরেও জিরাট স্টেশন ছাড়েনি। এরপর থেকে ৩ জোড়া ট্রেন পরপর দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে।
আরও পড়ুনAmrit Bharat Scheme: অমৃত ভারত স্কিমে সেজে উঠছে বর্ধমান স্টেশন
জিরাটের স্টেশন মাস্টার জানান, ডাউন লাইন বন্ধ থাকার জন্য সকালের দিকে কিছু এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে চালানো হয়েছে। ভোররাতে প্যান্টোগ্রাফ ভাঙায় এই বিপত্তি। পরিস্থিতি কখন স্বাভাবিক হতে সময় লাগবে। ডাউন ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পরেন নিত্য যাত্রীরা। তারা অপেক্ষা করছেন কখন ট্রেন চলবে ।
advertisement
advertisement
সকালের ট্রেনে কাটোয়া থেকে শেওড়াফুলি হাটে সবজি নিয়ে যান চাষীরা সেই সবজি পরে রয়েছে ট্রেনে। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন কুন্তিঘাট ও খামারগাছির কাছে পান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সারানোর কাজ চলছে।ট্রেনের পানটোগ্রাফ ভেঙে বিপত্তি! ব্যান্ডেল কাটোয়া শাখা যাত্রী হয়রানি
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 12:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train Problem: বন্ধ ব্যান্ডেল কাটোয়া শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল! কখন হবে ঠিক? চূড়ান্ত যাত্রী হয়রানি