বাংলার ভিতর সব স্টেশনে বিপুল বরাদ্দ... হুগলির ব্যান্ডেলে সর্বাধিক! ঝাঁ চকচকে, আধুনিক... আর কী কী হচ্ছে?

Last Updated:

ব্যান্ডেল রেল স্টেশন পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন ৷ একদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মেন লাইন। অন্যদিকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। দুটি ডিভিশনকেই সংযুক্ত করে ব্যান্ডেল রেল স্টেশন ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের অন্তর্ভুক্ত ব্যান্ডেল স্টেশনে কাজ শুরু এবার। ১৯.৬ মিটার দৈর্ঘ্যের সম্প্রসারণের কাজটি ২৫ জুলাই ২০২৫ সালে শুরু হয়। ইঞ্জিনিয়ারিং বিভাগের ণ প্রচেষ্টায় মাত্র এক মাসের মধ্যে শেষ হয় এটি। এই সম্প্রসারণের মাধ্যমে মোট প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখন ৩৬৪.৯০ মিটার, যার ফলে এটি ১৬ বগি কোচ-সহ একটি ইঞ্জিন ধারণ করতে সক্ষম। ইঞ্জিন স্টপ বোর্ডটি বর্ধমান প্রান্তে স্থানান্তরিত হয়েছে।
সিনিয়র DEN-1 এবং AEN/Bandel-এর নেতৃত্বে লক্ষ্যমাত্রার অনেক আগেই প্রকল্পটি শেষ করে।  বর্ধিত প্ল্যাটফর্মগুলি  যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। অমৃত ভারত প্রকল্পে একেবারে ভোল বদলে যাবে বাংলার একাধিক স্টেশনের। আধুনিক ব্যবস্থা গড়ে উঠবে। তবে সূত্রের খবর, বাংলায় যে সমস্ত স্টেশনগুলিতে বরাদ্দ করেছে রেল তার মধ্য়ে সবথেকে বেশি হুগলির ব্যান্ডেল স্টেশনে।
advertisement
সূত্রের খবর, সব মিলিয়ে ৩০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধু ব্যান্ডেল স্টেশনের জন্যই। বাংলার মোট ১৭টি স্টেশনের জন্য় বিশেষ পরিকল্পনা করা হয়েছে তার মধ্য়ে সব মিলিয়ে ৫৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
ব্যান্ডেল রেল স্টেশন পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন ৷ একদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মেন লাইন। অন্যদিকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। দুটি ডিভিশনকেই সংযুক্ত করে ব্যান্ডেল রেল স্টেশন ৷ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন এই স্টেশনে আসে ৷ এ ছাড়া হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া, মেমারির মতো মেন লাইনের লোকাল ছুঁয়ে যায় এই স্টেশনকে ৷ তাই ব্যান্ডেল স্টেশনের গুরুত্ব অনেক। এই স্টেশনকে বিশ্বমানের গড়ে তুলতে একাধিক ব্যবস্থা গ্রহণ করছে পূর্ব রেল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার ভিতর সব স্টেশনে বিপুল বরাদ্দ... হুগলির ব্যান্ডেলে সর্বাধিক! ঝাঁ চকচকে, আধুনিক... আর কী কী হচ্ছে?
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement