Birbhum News: ১০২ বছরের মৃতের শেষযাত্রায় ব্যান্ডপার্টি, ধুমধাম করে মৃতদেহ নিয়ে যাওয়া হল বীরভূমের শ্মশানে

Last Updated:

মৃতের বাড়িতে শোকের (102 year old person dead in Birbhum) ছায়া নেমে আসলেও কীর্তনের সাথে আয়োজন করা হয়েছে ব্যান্ড পার্টিও।

#বীরভূমে: বীরভূমের দুবরাজপুরের (Birbhum, Dubrajpur) রঞ্জন বাজারের বাসিন্দা কৈলাসপতি গুপ্তা (Kailashpati Gupta death) নামে এক ব্যক্তির মৃত্যু হয় শনিবার। যার বয়স হয়েছিল ১০২ বছর (102 years old died)।  এরপর ওই ব্যক্তির মৃত্যুর পর রবিবার কান্নাকাটি বা মন খারাপ নয় (dead body taken to crematorium with band party)  বরং ব্যান্ড বাজিয়ে তার মৃতদেহ দাহ করার জন্য নিয়ে যান পরিবারের সদস্য এবং পাড়ার প্রতিবেশিরা।
মৃতের শেষযাত্রা মৃতের শেষযাত্রা
এই বিষয়ে মৃতের পরিবার জানান, "মৃত ব্যক্তি কৈলাস পতি গুপ্তার বয়স হয়েছিল ১০২ বছর। এই বয়সের পাশাপাশি তিনি জীবিত অবস্থায় স্বাধীনতা সংগ্রামের সাথে (Freedom Fighter) যুক্ত ছিলেন। এছাড়াও তিনি  সমাজ সেবার (Social service) বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ছিলেন ও সমাজের জন্য অনেক সেবামূলক কাজও করেছেন। এসব কারণেই আমরা তাকে সম্মান জানানোর জন্যই তার শেষ যাত্রায় হরিনাম সংকীর্তন সহ ব্যান্ড পার্টিরও আয়োজন করেছি"। একই ভাবে স্থানীয় বাসিন্দারা এই অবাক করা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, "রেজিস্টার্ড স্বাধীনতা সংগ্রামী না হলেও শুনেছি অনেক আগে থেকেই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি বিভিন্ন সমাজ সেবার ক্ষেত্রেও তিনি যুক্ত ছিলেন এমনটাই জানি। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করতেন ও মানুষের বিভিন্ন বিপদে সবার পাশে থাকতেন। তাই আমরা তাকে তার শেষ যাত্রায় শেষ বারের মতো সম্মান (Last Rite) জানাতে চেয়ে শোকের মধ্যেও এই আয়োজন করেছি।"
advertisement
advertisement
মৃতের বাড়িতে শোকের ছায়া নেমে আসলেও কীর্তনের সাথে আয়োজন করা হয়েছে ব্যান্ড পার্টিও। কৈলাসপতি গুপ্তার মৃত্যু সংবাদে তাঁর শেষ যাত্রায় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা (all paid their visit for Last Rite) জানাতে তার বাড়িতে উপস্থিত হয়ে ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ার পারসন পীযূষ পান্ডে, দুবরাজপুর থানার ওসি শেখ আফরোজ হোসেন, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এছাড়াও তাঁর মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মতো দেখতে তার বাড়ির সামনে জমায়েত হয়েছিল গোটা দুবরাজপুর শহরের অনেক মানুষ (Local authority and people paid tribute)।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ১০২ বছরের মৃতের শেষযাত্রায় ব্যান্ডপার্টি, ধুমধাম করে মৃতদেহ নিয়ে যাওয়া হল বীরভূমের শ্মশানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement