Howrah News: প্রায় ২০০ বছর ধরে বকুল গাছই দেবী কালী রূপে পূজিত উদয়নারায়ণপুরে
- Reported by:RAKESH MAITY
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Howrah News: এখানে দেবী রূপে পুজো হয় একটি গাছ! গ্রামের মানুষের নানা বিপদ মুক্তি ঘটে এই দেবীর কৃপায়
রাকেশ মাইতি, হাওড়া: এখানে দেবী রূপে পুজো হয় একটি গাছ! গ্রামের মানুষের নানা বিপদ মুক্তি ঘটে এই দেবীর কৃপায়। প্রায় দু’শো বছরেরও বেশি সময় ধরে গ্রামে এমনই মানুষের বিশ্বাস রয়েছে। আধুনিক এ সময়েও বিপদ থেকে মুক্তি পেতে মায়ের পদতলে ছুটে যান হাজার হাজার ভক্ত। গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম থেকেও সারা বছর প্রচুর ভক্ত আসেন এখানে। বিশেষ অনুষ্ঠানে হাজারো ভক্ত সমাগম ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুশো বছর আগে হাওড়া উদয়নারায়ণপুর ব্লকের হরিশপুর গ্রামে কলেরা মহামারিতে মড়ক দেখা দিয়েছিল। কোনও কিছুতেই মড়ক আটকানো যাচ্ছিল না গ্রামে। সেই সময় মা কালীর আরাধনা করে মড়ক থেকে রক্ষা পেয়েছিল গ্রাম। সেই থেকে মা কালীর পুজোর সূচনা হয় গ্রামে। পুরনো রীতি নীতি মেনে প্রায় ২০০ বছর ধরে মা কালীর পুজোর আয়োজন হচ্ছে জাঁকজমক করে। প্রায় ছয় থেকে সাত দশক আগে গ্রামের মানুষ জানতে পারেন, মন্দির সংলগ্ন বকুল গাছে আশ্রয় নেন মা কালী। সেই থেকে মন্দিরে মা কালীর মূর্তির পাশাপাশি মন্দির সংলগ্ন বকুল গাছকে পুজো শুরু হয়। আরও জানা যায়, মা রূপী বকুল গাছের সেভাবে কোনও পরিবর্তন দেখা যায় না।
advertisement
আরও পড়ুন : আজ এই রঙের কাপড় ও অন্য জিনিস দান করুন! বাঁচুন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে
এ প্রসঙ্গে গ্রামবাসী সমীর প্রামাণিক এবং অসিতকুমার বেরা জানান, ‘‘প্রায় ২০০ বছর আগে গ্রাম মড়ক থেকে রক্ষা পেয়েছিল মায়ের কৃপায়। মাতৃরূপে পুজো হয় মন্দির সংলগ্ন বকুল গাছ। বকুল গাছকে মাতৃরূপে পরানো হয়ে শাড়ি, দেওয়া হয় ভোগ।গাছকে দেবী রূপে পুজো অর্চনা করে ভক্তরা উপবাস পালন করেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 08, 2024 5:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রায় ২০০ বছর ধরে বকুল গাছই দেবী কালী রূপে পূজিত উদয়নারায়ণপুরে









