#বীরভূম: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ৷ করোনা আবহে বন্ধ বীরভূমের বক্রেশ্বর শিবমন্দির। আগেই বীরভূম জেলা প্রশাসন ও বক্রেশ্বর মন্দির কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছিল। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য ভিড় উপচে পড়ে বক্রেশ্বর মন্দিরে। বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা আসেন। সবচেয়ে বেশি ভিড় হয় শ্রাবণ মাসের তৃতীয় ও পঞ্চম সোমবার।
করোনা সংক্রমণ এড়াতে মন্দির বন্ধ রেখেছে বীরভূম জেলা প্রশাসন জানিয়েছে যে শুধুমাত্র শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বন্ধ থাকবে মন্দির ৷ তবে নিত্য পুজো হবে মন্দিরে। সোমবার বাদে বাকি দিনগুলি খোলা থাকবে মন্দির, তবে সামাজিক দূরত্ব মানতে হবে অন্যান্য দিনগুলিতে। আর মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ। তবে অনেক পুণ্যার্থীরা এদিনও এসেছিলেন মন্দিরে, কিন্তু বন্ধ দেখে ফিরে যান। বক্রেশ্বর মন্দিরের সেবাইত বাবলু চক্রবর্তী বললেন যে, করোনা সংক্রমণ এড়াতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা রাতেই মেনে নিয়েছিলেন তাঁরা। অন্যদিক জল ঢালতে এসে ফিরে যাওয়া পূণ্যার্থী জানালেন, যে তাঁরা বক্রেশ্বরের শিব মন্দিরে জল ঢালতে এসেছিলেন কিন্তু মন্দির বন্ধ দেখে ফিরে যাচ্ছেন।
Supratim Das