Bakkhali Accident: বর্ষবরনের দিনে বকখালিতে মর্মান্তিক দুর্ঘটনা, পিকনিকের গাড়ি পড়ল নয়ানজুলিতে, মুহূর্তে আনন্দ বদলাল হাহাকার, কান্নায়! আহত ২৫
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bakkhali Accident: নতুন বছরে আনন্দ করতে এসে বকখালিতে ঘটল। বর্ষবরণে পিকনিক করতে এসে পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বকখালি, নবাব মল্লিক: নতুন বছরে আনন্দ করতে এসে বকখালিতে মর্মান্তিক দুর্ঘটনা। বর্ষবরণে পিকনিক করতে এসে পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে, কমপক্ষে ২৫ জন আহত। জানা গিয়েছে, বকখালিতে আনন্দ করতে আসা ওই দলটি সংগ্রামপুর এলাকা থেকে এসেছিল। পিকনিক করার উদ্দেশ্যে বকখালি যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নয়ানজুলি থেকে তোলার ব্যবস্থা চালাচ্ছে পুলিশ। এদিনের দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ শীত বাড়তেই শুকিয়ে যাচ্ছে তুলসীগাছ? ছোট্ট ‘এই’ কাজে ২ দিনেই ফিরবে প্রাণ, বছরভর গাছ থাকবে সবুজ পাতায় ভর্তি
বছরের প্রথম দিন পর্যটক ভরা থাকে বকখালিতে। এমন ঘটনা ঘটায় আতঙ্ক যাতে না ছড়ায় সেই ব্যবস্থা করছে পুলিশ। দ্রুত ঘটনাস্থল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এই কাজে হাত লাগিয়েছেন। বর্তমানে গাড়িটিকে তোলা হচ্ছে। অন্যান্য গাড়ির গতি নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। নির্বিঘ্নে পর্যটকদের আনাগোনা বজায় রাখতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 01, 2026 12:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali Accident: বর্ষবরনের দিনে বকখালিতে মর্মান্তিক দুর্ঘটনা, পিকনিকের গাড়ি পড়ল নয়ানজুলিতে, মুহূর্তে আনন্দ বদলাল হাহাকার, কান্নায়! আহত ২৫










