Bakkhali Tourism: পুজোর মুখে নতুন রূপে বকখালি! ভিড় বাড়ছে পর্যটকদের, কারণ জানলে অবাক হবেন

Last Updated:

দুর্গাপুজোর আগে বকখালি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বাড়ছে। নতুন উন্নয়ন প্রকল্প, যেমন পার্ক ও আধুনিক রাস্তা, এবং সমুদ্রের ঢেউ কাছে ফিরে আসায় পর্যটকরা বকখালিতে আকৃষ্ট হচ্ছেন।

+
বকখালিতে

বকখালিতে বাড়ছে ভিড়

বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এই পুজোয় চেনা ছন্দে ফিরছে বকখালি। ভিড় বাড়ছে আগের থেকে অনেক বেশি। যার ফলে খুশি সকলেই।
পুজোর মুখেই হঠাৎ করে ভিড় বাড়ছে বকখালিতে। বকখালিকে নতুন রূপে সাজিয়ে তোলার কারণে এই ভিড় বাড়ছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহসভাপতি তথা গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি।
পুজোর আগেই সেখানে একটি পার্কিং অফিস খুলে দেওয়া হয়েছে। এছাড়াও সেখানে প্রচুর পর্যটকের কথা মাথায় রেখে বড় একটি পার্ক, সুলভে পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়, পর্যাপ্ত আলো ও টাইলস বসানো রাস্তা করা হয়েছে সৈকত বরাবর।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রযুক্তির মায়াজালে সম্পর্কের উষ্ণতা ছিন্ন! কীভাবে নেটদুনিয়া গ্রাস করছে গোটা সমাজকে? সেই প্রতিচ্ছবি এবার মণ্ডপে, কোথায় জানুন
পুজোর আগেই বকখালি আরোও পর্যটক বান্ধব হয়ে ওঠায় এখানে প্রচুর মানুষজন আসছেন। বকখালির উন্নয়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যার ফল মিলছে এবার বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই।
advertisement
সমুদ্র সৈকত দূরে সরে গিয়েছে বলে বকখালির বদনাম ছিল। কিন্তু বর্ষার মধ্যেই জলের স্তর বেড়েছে। ফলে সমুদ্র সৈকত এগিয়ে এসেছে। ঢেউ চলে আসছে পাড়ের কাছে, বড়-বড় ঢেউ আসছে।
আরও পড়ুন: সাহিত্য সম্রাটের স্মৃতি বিজরিত জয়নগরের দত্তবাড়ির পুজো, আজও ইতিহাস ফিসফিস করে কথা বলে
ফলে বকখালি এখন নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়াও সস্তার ভ্রমণ কম সময়ে সমুদ্র সৈকত দেখার আনন্দও কাছে টানছে পর্যটকরা।
advertisement
হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর তৈরি সেতু দিয়ে কলকাতা থেকে সহজেই গাড়ি নিয়ে আসা যাচ্ছে বকখালিতে। যা পর্যটকদের সময় সাশ্রয় করছে। এছাড়াও হোটেল মালিকদের পর্যটকবান্ধব মনোভাব ও আতিথেয়তা কাছে টানছে সকলকে। এদিকে পর্যটক বেশি আসার খবরে খুশি সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali Tourism: পুজোর মুখে নতুন রূপে বকখালি! ভিড় বাড়ছে পর্যটকদের, কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement