Bakkhali News: না ওঁরা ঠাকুর দেখে আর ঘরে ফিরতে পারলেন না! দুর্গাপুজোয় হাহাকার বকখালিতে

Last Updated:

Bakkhali News: বকখালি থেকে ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

এখানেই ঘটে দুর্ঘটনা 
এখানেই ঘটে দুর্ঘটনা 
দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বকখালি থেকে ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ১, আহত ৩। জানা গিয়েছে কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা লক্ষী দাস মান্না(৩২) স্বামী ও ২ সন্তানকে সঙ্গে নিয়ে সপরিবারে পুজো দেখতে বের হন। পুজো দেখে ফেরার পথেই এই ঘটনা ঘটে।
১১৭ নম্বর জাতীয় সড়কের উপর নামখানা থানার দক্ষিণ চন্দ্রনগরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে লক্ষ্মী দাস মান্না তার দুই সন্তান সহ স্বামীকে নিয়ে, একটি বাইকে করে বকখালি থেকে ঠাকুর দেখে ফিরছিলেন। তারা যখন দক্ষিণ চন্দ্রনগরে পৌঁছায়, ঠিক তখনই নামখানার দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাদের।
advertisement
advertisement
ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইকে থাকা চারজন। স্থানীয়দের তৎপরতায় ওই চারজনকে উদ্ধার করে দ্বারিকনগর গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। দ্বারিক নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, বছর বত্রিশের গৃহবধূক লক্ষ্মী দাস মান্নাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
advertisement
গৃহবধূর স্বামী ও দুই সন্তানের চিকিৎসা চলছে। পুলিশ মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বুধবার দেহটি ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। অ্যাম্বুলেন্স টি কিভাবে চলছিল তাও দেখা হচ্ছে। সেই সঙ্গে একটি বাইকে ৪ জন সওয়ারি নিয়ে চালানোর ঘটনাটিও লক্ষ্য করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ।
advertisement
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যেভাবে দ্রুত ঘটনাস্থলে এসে সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে তাতে খুশি সকলেই। ঘটনার পর পুলিশও যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুজোর মধ্যে এমন ঘটনা ঘটায় শোকাহত স্থানীয় বাসিন্দারাও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali News: না ওঁরা ঠাকুর দেখে আর ঘরে ফিরতে পারলেন না! দুর্গাপুজোয় হাহাকার বকখালিতে
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement