Baharampur: শ্মশানের বিকল চুল্লি সারাই হল ভোটের ঠিক আগে! খুশি স্থানীয়রা, প্রতিবাদ বিরোধীদের

Last Updated:

Baharampur: দীর্ঘদিন ধরে খারাপ ছিল চুল্লি। ভোটের ঠিক আগেই সারাই হয়ে গেল।

#বহরমপুর: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পুরসভা ভোটের আগেই সংস্কারের কাজ শেষ করে উদ্বোধন হতে চলেছে বহরমপুরের খাগড়া শ্মশান ঘাটের চুল্লি। দীর্ঘদিন বিকল থাকার পর রাজ্য সরকারের তৎপরতায় ২ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক চুল্লি সংস্কার করা হয়।
আগামী ২৪শে ফেব্রুয়ারি হবে উদ্বোধন। আর ভোটের মুখে তড়িঘড়ি চুল্লি সংস্কারের কাজ শেষ করে উদ্বোধন করায় নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগ তুলে চর্চা শুরু করেছে বিরোধীরা।
আরও পড়ুন- ডিজের তালে বাজছে কুমোর পাড়ার গরুর গাড়ি! বর গরুর গাড়িতে চেপে হাজির বিয়ে করতে
সদর বহরমপুর পার্শ্ববর্তী এলাকা সহ প্রায় গোটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এমনকী পার্শ্ববর্তী জেলার মানুষেরাও মৃতদেহ সৎকারে নির্ভরশীল বহরমপুর গোরাবাজার শ্মশানঘাট ও খাগড়া শ্মশানঘাট এই দুটি শ্মশানে। কিন্তু দুটি শ্মশানের চুল্লিই দীর্ঘদিন পড়ে ছিল বিকল অবস্থায়।
advertisement
advertisement
একেই করোনার আতঙ্ক, তার উপর শ্মশানের চুল্লি কাজ না করায় মৃতদেহ সৎকারে অত্যন্ত সমস্যায় পড়তে হয়েছিল মৃতের আত্মীয় পরিজনদের। কাঠে মৃতদেহ সৎকার অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার ও পরিবেশ দূষণও হয় অতিরিক্ত মাত্রায়। সেই কারণে উপায় না থাকায় মৃতদেহ নিয়ে ছুটতে হয় লালবাগ শ্মশানে।
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পুরসভা ভোটের আগেই সংস্কারের কাজ শেষ করে উদ্বোধন হতে চলেছে বহরমপুরের খাগড়া শ্মশান ঘাটের চুল্লির। টাউন তৃণমূল সভাপতি নাড়ু গোপাল মুখার্জী বলেন, বহরমপুরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি মতো নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকারের তৎপরতায় চুল্লি সংস্কারের কাজ শেষ করা হয়েছে।
advertisement
খাগড়া শ্মশানঘাটে অতিরিক্ত আরো দুটি অত্যাধুনিক চুল্লি যোগ করা হয়েছে। তাতে পরিবেশ দূষণও হবে কম মাত্রায়। তবে ভোটের মুখে তড়িঘড়ি চুল্লি সংস্কারের কাজ শেষ করে উদ্বোধন করায় নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগ তুলে চর্চা শুরু করেছে বিরোধীরা।
আরও পড়ুন- বয়স ৮০, জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত! তমলুকে এবারেও ভানুপদর খেল?
জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, নির্বাচন বিধি শুধুমাত্র বিরোধীদের জন্য। সেই কারণে নির্বাচন বিধি ভেঙে ভোটের আগে তড়িঘড়ি চুল্লি উদ্বোধন করা হচ্ছে। অন্যদিকে, জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার বলেন, ভোট বৈতরনী পার করার কৌশল শাসকদলের। ভোটের আগে নির্বাচন বিধি ভেঙে চুল্লি উদ্বোধন করা হচ্ছে। অথচ নির্বাচন কমিশন নির্বিকার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baharampur: শ্মশানের বিকল চুল্লি সারাই হল ভোটের ঠিক আগে! খুশি স্থানীয়রা, প্রতিবাদ বিরোধীদের
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement