Hooghly News: দীর্ঘ ৪৮ বছর যৎসামান্য বেতনে স্কুলকে আগলে রেখেছিলেন সকলের প্রিয় বাহাদুর দা
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
১৯৭৬ এর নেপাল থেকে এসেছিলেন কাজের সন্ধানে হুগলির ভদ্রেশ্বরে। দৈনিক ৭৫ টাকা মজুরিতে তিনি কাজ করে গেছেন সারা জীবন অস্থায়ী কর্মী রূপে।
হুগলি: ৯০ এর দশকের বাংলা হিন্দি সিনেমায় দেখান হত সিকিউরিটি গার্ডে ভূমিকায় কোন এক নেপালি পোটাগোনিস্টকে। তারপর থেকেই কেমন ভাবে মানুষের অবচেতন মনে ঢুকে পড়ে সিকিউরিটি গার্ড মানেই কোন এক কুকড়ি ধারী নেপালি চরিত্র। যারা নিজের জীবন দিয়ে নিজেদের দায়িত্ব পালন করবেন। ঠিক তেমনি বাস্তবের এক চরিত্র হলেন ঘনশ্যাম থাপা। যিনি দীর্ঘ ৪৮ বছর ধরে আগলে ধরে রেখেছিলেন গোটা একটি স্কুলকে। ঠিক সেই কারণেই হয়তো তার বিদায় বেলায় মন খারাপ সকলের।
ভদ্রেশ্বর তেলিনি পাড়া হাই স্কুল। দীর্ঘ ৪৮ বছর ধরে স্কুলের সমস্ত বিপদ-আপদে তাকে আগলে ধরে রেখেছিলেন বছর ৭৩ এর প্রৌঢ় ঘনশ্যাম থাপা। ১৯৭৬ এর নেপাল থেকে এসেছিলেন কাজের সন্ধানে হুগলির ভদ্রেশ্বরে। দৈনিক ৭৫ টাকা মজুরিতে তিনি কাজ করে গেছেন সারা জীবন অস্থায়ী কর্মী রূপে। প্রথম দিকে স্কুলের তরফেও অনেক চেষ্টা করা হয়েছিল যাতে তার চাকরিটি পার্মানেন্ট হয়। কিন্তু সকল চেষ্টাই বৃথা হয়। পরবর্তীতে স্কুলকে ভালবেসে নিজের কর্মজীবন কাটিয়ে গেছেন টাকা পয়সার কথা চিন্তা না করেই। স্কুলের সকলের পছন্দের ঘনশ্যাম থাপা ওরফে বাহাদুর-দা।
advertisement
advertisement
নিজের কর্মজীবনে মাত্র কয়েকবারই ছুটি নিয়ে তিনি বাড়ি গিয়েছিলেন। শেষবার ২০০২ সালে স্কুল থেকে ছুটি নিয়ে নেপাল গিয়েছিলেন মায়ের মৃত্যুতে। এবার স্কুল ছেড়ে পুরোপুরিভাবে চলে যাওয়ার পালা। শেষ দিনের বিদায় বেলায় সকলের প্রিয় বাহাদুর দাকে শেষ বিদায় জানাতে স্কুলে উপস্থিত হয়েছিল স্কুলের বিভিন্ন সময়ের প্রাক্তন ছাত্ররা। দীর্ঘ ৪৮ বছরের কর্মজীবনের পরেও অস্থায়ী কর্মী থাকার দরুন কোনো রকম সরকারি সাহায্য মেলেনি ঘনশ্যামের তবে প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলেই এসে পাশে দাঁড়িয়ে ছিলেন বাহাদুরের। শেষ বেলায় চোখের জলেই স্কুল থেকে বিদায় জানালেন বছর ৭০ ঊর্ধ্ব নেপালী গার্ড ঘনশ্যাম থাপা।
advertisement
স্কুলের চাকরি ছেড়ে বাড়ি যাওয়ার সময়, ঘনশ্যাম থাপার মন খারাপ। তার কথায়, জীবনের ৪৮ টা বছর তিনি কাটিয়েছেন এই স্কুলের সঙ্গে। স্কুলের ভালো মন্দ অঘটন, উৎসব সবের সাক্ষী তিনি। স্কুলকে ভালোবেসেই স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এইসব ছেড়ে বাড়ি যাওয়ার দিনে তার নিজের মনও খুব খারাপ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বয়সের চাপে এখন তিনি বৃদ্ধ তবে স্কুলের প্রতি তার অটুট ভালোবাসা এবং ছাত্রদের প্রতি তার স্নেহ সেই কথাই মনের ধরে রেখে কাটাবেন বাকি জীবন টুকু।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 4:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দীর্ঘ ৪৮ বছর যৎসামান্য বেতনে স্কুলকে আগলে রেখেছিলেন সকলের প্রিয় বাহাদুর দা