Offbeat News| Viral|| কী কারণে বিয়ে হচ্ছে না গ্রামের যুবকদের? বিধায়ককে অভিযোগ, তোলপাড় গোটা গ্রাম  

Last Updated:

Offbeat News Viral: এই কারণেই বিয়ে হচ্ছে না গ্রামের যুবকদের! বিধায়ককে অভিযোগ, রাস্তার কারণে বিয়ে হচ্ছে না এলাকার ছেলেদের। রাস্তার বেহাল দশা দেখে, গ্রামে আসা পাত্রীপক্ষের লোক বলছে ভাগাড়ে বাড়ি।

+
title=

বাগদা: রাস্তা খারাপ, তাই বিয়ে হচ্ছে না গ্রামের ছেলেদের। মহা সমস্যায় পড়েছেন এলাকার যুবকেরা। এ দিন বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন সকলে। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই বেহাল বিচ্ছিন্ন এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তা। বেহাল রাস্তার কারণে এলাকায় প্রবেশ করে না কোন যানবাহন। হাঁটা চালাও দুর্বিসহ হয়ে ওঠে স্থানীয় মানুষজনের কাছে। দীর্ঘদিন ধরে এমনই অবস্থায় পড়ে রয়েছে রাস্তা ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এমনকি এই এলাকায় মেয়েদের বিয়ে দিতে চাইছেন না পাত্রীপক্ষ জানাচ্ছেন এলাকাবাসীরাই।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের কোনিয়াড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পর্যবেক্ষনে আসেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তখনই ধুলনি গ্রামে পৌঁছাতেই রাস্তার দাবীতে বিধায়ককে ঘিরে ক্ষোভ জানাতে থাকেন সাধারণ মানুষ। সেখানে স্থানীয় এক যুবক বিধায়ককে জানান, রাস্তার কারণে বিয়ে হচ্ছে না এলাকার ছেলেদের। রাস্তার বেহাল দশা দেখে, গ্রামে আসা পাত্রীপক্ষের লোক বলছে ভাগাড়ে বাড়ি।
advertisement
আরও পড়ুনঃ তিলজলার রেশ এখনও কাটেনি, এ বারে ভাঙড়ে নাবালিকার হাত-পা বাঁধা অর্ধনগ্ন দেহ উদ্ধার
এখন কী উপায় হবে! তা নিয়েও রীতিমতো প্রশ্ন তোলেন এলাকার যুবকেরা। সমস্যার কথা জেনে বিধায়ক আশ্বাস দেন সমাধানের। পথশ্রী প্রকল্পে দু-কিলোমিটার রাস্তা অবিলম্বে সংস্কার করা হবে বলেও জানানো হয় এলাকাবাসীদের। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে এখন দেখার কত দিনে বদলায় এই বেহাল রাস্তার দশা, রাস্তার সংস্কার হলেই এলাকার যুবকদের বিয়ের সমস্যা মিটবে মত স্থানীয়দের।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News| Viral|| কী কারণে বিয়ে হচ্ছে না গ্রামের যুবকদের? বিধায়ককে অভিযোগ, তোলপাড় গোটা গ্রাম  
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement