Baba Lokenath Pilgrimage ChaklaDham: বাবা লোকনাথের ২০০০ ভক্তের প্রসাদ গ্রহণের জন্য তৈরি বিশাল অতিথিশালা! চাকলাধাম ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ সরকারের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Baba Lokenath Pilgrimage ChaklaDham:প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে চাকলার লোকনাথ মন্দিরে। ইতিমধ্যেই এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার।
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চাকলা গ্রাম পঞ্চায়েত। চাকলা পঞ্চায়েতের অধীনে রয়েছে ১১ টি গ্রাম, সেখানে বসবাস করেন কয়েক হাজার মানুষ। তবে এই চাকলাই বাবা লোকনাথের মাহাত্ম্যস্থান বলে মনে করা হয়। আজও যেন বাবা লোকনাথের মাহাত্ম্যে এই ঠিকানায় রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে এমন কি বিদেশেও পরিচিতি মেলে এলাকার মানুষদের। রুটি রুজির জন্য যেতে হয় না বাইরে। কেউ ফুলের ডালা বেচেন, কেউ খেলনা সামগ্রী আবার কেউ ডাব সহ নানা খাবার বিক্রি করেই আজ স্বাবলম্বী।
প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমে চাকলার লোকনাথ মন্দিরে। ইতিমধ্যেই এই মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। কয়েক কোটি টাকা ব্যয়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে মন্দিরেও। চাকলা ধামের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধন করেন, প্রায় দু’ হাজার ভক্তের বসে খাওয়ার জন্য ভোগের ঘর, আধুনিক রান্নাঘর, তোরণ সহ অতিথিশালার।
advertisement
আরও পড়ুন : পেটের দফারফা! বারোটা বাজবে হজমের! শ্বাসকষ্টে দমবন্ধ! ‘উপকারী পেঁপে’ কখন ‘চরম বিপদ’ জানুন
ভোগ বিতরণের জন্য তৈরি ঘরে একসঙ্গে বসে প্রায় ২ হাজার ভক্ত খাওয়া-দাওয়া করতে পারেন। ভক্তদের রাত্রিবাসের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা. জানান মন্দির কমিটির কোষাধ্যক্ষ বাবিন হাজরা। দিনের বিশেষ বিশেষ সময়ে হয় পুজো। অন্নপ্রাশন থেকে শুরু করে নানা শুভ কাজে বাবার কাছে পুজো দিতে আসেন ভক্তরা। সারা বছরই তাই ভিড় লেগে থাকে চাকলা মন্দির ঘিরে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2025 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baba Lokenath Pilgrimage ChaklaDham: বাবা লোকনাথের ২০০০ ভক্তের প্রসাদ গ্রহণের জন্য তৈরি বিশাল অতিথিশালা! চাকলাধাম ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ সরকারের