Awas Yojana: 'আমি এখন স্বাবলম্বী, নিজেই বাড়ি বানাচ্ছি', তাই আবাস যোজনার টাকা ফেরালেন হুগলির বন্দনা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Awas Yojana:সততার নিদর্শন হুগলির আরামবাগের বন্দনা
হুগলি: আবাস যোজনার টাকা নিয়ে একাধিকবার নানা গোলযোগের ঘটনা সামনে এসেছে। অনেক সময় অভিযোগ উঠেছে যোগ্য প্রাপকরা নিজেদের পাকা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না। কিন্তু এসবের থেকে একেবারে বিপরীত ঘটনার উদাহরণ তৈরি করলেন হুগলির আরামবাগের পঞ্চায়েত সদস্য বন্দনা কুন্ডু। তাঁর অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকেছিল, আর সেই টাকা তিনি বিডিও-র কাছে গিয়ে ফেরত দিয়ে এলেন।
গোঘাটের হাজিপুর পঞ্চায়েত এলাকা। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এসেছিল বন্দনা কুন্ডুর অ্যাকাউন্টে। তবে ততদিনে নিজে স্বাবলম্বী হয়েছেন সদস্যা। এখন তিনি ও তাঁর পরিবার নিজেরাই তৈরি করছেন পাকা বাড়ি। সেই পাকা বাড়ি হওয়ার কাজও চলছে জোর কদমে। এই সময়েই তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা এসেছে। এর পরেই বিডিওর কাছে গিয়ে লিখিত আবেদন করে আবাস যোজনার টাকা ফেরত দেন পঞ্চায়েত সদস্য।
advertisement
পঞ্চায়েত সদস্য বন্দনা কুন্ডু বলেন, যে সময় আবাস যোজনার সমীক্ষা হয়েছিল, সেই সময় তাঁদের মাটির বাড়ি ছিল। মাটির বাড়ির উপর টালি চালে কোনওরকমে দিন কাটত গোটা পরিবারের। ঘটনাটি প্রায় সাত বছর আগেকার। সেই সময়েই সমীক্ষা হয়েছিল আবাস যোজনার। সাত বছরের মধ্যে তিনি ও তাঁর পরিবার স্বাবলম্বী হয়েছেন। তাঁরা একটি যৌথ পরিবারে থাকেন, সেখানে সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করছেন। এরমধ্যে দিন কয়েক আগে বন্দনার অ্যাকাউন্টে আসে আবাস যোজনার টাকা। যেহেতু এখন তাঁরা স্বাবলম্বী এবং নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করতে পারছেন, সেই কারণেই আবাস যোজনার টাকা ফেরত দিয়ে দেন।
advertisement
advertisement
ওই এলাকার ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন, ২০১৮ সালে হয়েছিল আবাস যোজনার সমীক্ষার কাজ। সেই সমীক্ষার কাজ যখন হয় তখন পঞ্চায়েত সদস্যের মাটির বাড়ি ছিল। খুব কষ্টে তাঁরা জীবন যাপন করতেন। সেই কারণে সমীক্ষায় তাঁর নাম এসেছিল। তবে বর্তমানে তাঁরা নতুন বাড়ি তৈরি করছেন। সেই কারণে নিজে থেকেই তিনি এগিয়ে এসে তাঁর আবাস যোজনার টাকা ফেরত দিয়েছেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Awas Yojana: 'আমি এখন স্বাবলম্বী, নিজেই বাড়ি বানাচ্ছি', তাই আবাস যোজনার টাকা ফেরালেন হুগলির বন্দনা