১০০র বেশি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আচমকা টাকা!

Last Updated:
#নদিয়া: সাধারণত যেকোনও ব্যাঙ্কে যেকোনও ধরনের অ্যাকাউন্ট করতে হলে নূন্যতম কিছু টাকা সবসময় ডিপোজিট রাখতে হয়। এই কারণে বহু মানুষ ব্যাঙ্কে টাকা রাখতে বা ব্যাঙ্কে খাতা করতে চান না। পাছে যদি তাঁদের কষ্ট করে উপার্জন করা সেই সমস্ত টাকা কোনওভাবে হারিয়ে যায়, এই ভয়ে। দেশের মানুষের সেই সমস্যারও সমাধান করেছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের জন্য ২০১৪ সালে জন-ধন-যোজনা প্রকল্পে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ব্যবস্থা করেছেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ, এই অ্যাকাউন্টে সবসময় নির্দিষ্ট কোনও পরিমাণ টাকা না রাখলেও অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে না। এই নীতি মেনেই নদিয়ার হরিণঘাটায় অনেকেই খুলেছিলেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। এই অ্যাকাউন্ট গুলোতে হঠাৎ করেই আসতে শুরু করে টাকা। ২ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। ১০০ জনেরও বেশি মানুষের অ্যাকাউন্টে এই টাকা এসেছে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক থেকে। কিন্তু কে বা কারা এই টাকা পাঠিয়েছে তাঁর কোনও হদিশ মেলেনি। নদিয়ার জেলা শাসকের কাছে তৃণমূলের তরফ থেকে অভিযোগও করা হয়। এই টাকা আসছে কোথা থেকে তা তৈরি হয়েছে ধোঁয়াশা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০র বেশি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আচমকা টাকা!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement