১০০র বেশি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আচমকা টাকা!
Last Updated:
#নদিয়া: সাধারণত যেকোনও ব্যাঙ্কে যেকোনও ধরনের অ্যাকাউন্ট করতে হলে নূন্যতম কিছু টাকা সবসময় ডিপোজিট রাখতে হয়। এই কারণে বহু মানুষ ব্যাঙ্কে টাকা রাখতে বা ব্যাঙ্কে খাতা করতে চান না। পাছে যদি তাঁদের কষ্ট করে উপার্জন করা সেই সমস্ত টাকা কোনওভাবে হারিয়ে যায়, এই ভয়ে। দেশের মানুষের সেই সমস্যারও সমাধান করেছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের জন্য ২০১৪ সালে জন-ধন-যোজনা প্রকল্পে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ব্যবস্থা করেছেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ, এই অ্যাকাউন্টে সবসময় নির্দিষ্ট কোনও পরিমাণ টাকা না রাখলেও অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে না। এই নীতি মেনেই নদিয়ার হরিণঘাটায় অনেকেই খুলেছিলেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। এই অ্যাকাউন্ট গুলোতে হঠাৎ করেই আসতে শুরু করে টাকা। ২ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। ১০০ জনেরও বেশি মানুষের অ্যাকাউন্টে এই টাকা এসেছে রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক থেকে। কিন্তু কে বা কারা এই টাকা পাঠিয়েছে তাঁর কোনও হদিশ মেলেনি। নদিয়ার জেলা শাসকের কাছে তৃণমূলের তরফ থেকে অভিযোগও করা হয়। এই টাকা আসছে কোথা থেকে তা তৈরি হয়েছে ধোঁয়াশা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2019 10:09 AM IST