Auto Driver: পথচারীর মাথায় অস্ত্র দিয়ে কোপ অটোচালকের! খড়দহের রাস্তায় রক্তারক্তি কাণ্ড, ঘটনার কারণ জানলে শিউরে উঠবেন

Last Updated:

Auto Driver: খড়দহের টাটাগেটে অটো চালকের সঙ্গে পথচারীর বচসার জেরে আক্রান্ত এক ব‍্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে পথচারীর মাথা কোপ মারার অভিযোগ অটোচালকের বিরুদ্ধে।


পথচারীর মাথায় অস্ত্র দিয়ে কোপ অটোচালকের! খড়দহের রাস্তায় রক্তারক্তি কাণ্ড, ঘটনার কারণ জানলে শিউরে উঠবেন
পথচারীর মাথায় অস্ত্র দিয়ে কোপ অটোচালকের! খড়দহের রাস্তায় রক্তারক্তি কাণ্ড, ঘটনার কারণ জানলে শিউরে উঠবেন
উত্তর ২৪ পরগণা: খড়দহের টাটাগেটে অটো চালকের সঙ্গে পথচারীর বচসার জেরে আক্রান্ত এক ব‍্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে পথচারীর মাথা কোপ মারার অভিযোগ অটোচালকের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ অটো চালককে বিরুদ্ধে। ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত অটোচালক।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়দহ থানার অন্তর্গত টাটাগেট সংলগ্ন বিটি রোডের ওপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে টিটাগড় বিবেক নগরের বাসিন্দা দীপেন মণ্ডল প্রাইভেট টিউশন থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় টাটাগেটের কাছে আসতে এক অটো ড্রাইভারের সঙ্গে তার বচসা বাধে।
advertisement
advertisement
অভিযোগ তর্কাতর্কি চলাকালীন ওই অটো চালক তার অটো থেকে একটি ধারালো অস্ত্র বের করে দীপেনবাবুর মাথায় সজোরে আঘাত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জখম দীপেন বাবুকে খড়দহের বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় তিনটি সেলাই পড়ে। অটো-সহ অভিযুক্ত অটো চালককে ইতিমধ‍্যে আটক করেছে খড়দহ থানার পুলিশ।
advertisement
সুবীর দে
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Auto Driver: পথচারীর মাথায় অস্ত্র দিয়ে কোপ অটোচালকের! খড়দহের রাস্তায় রক্তারক্তি কাণ্ড, ঘটনার কারণ জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement