Auto Accident: শনিবার বারবেলায় ভয়ঙ্কর কাণ্ড, দুই অটোর মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

Last Updated:

Auto Accident: দুপুরে বারুইপুর থেকে আমতলার দিকে যাচ্ছিল একটি অটো। সেই সময় বারুইপুরের দিক থেকেও আসছিল অপর একটি অটো। আচমকাই কিছু বুঝে ওঠার আগে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়

অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু অটোচালকের
অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু অটোচালকের
দক্ষিণ ২৪ পরগনা: ভয়ঙ্কর দুর্ঘটনা আমতলার কাছে বিষ্ণুপুরে। শনিবার দুপুরে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক অটোচালকের। গুরুতর আহত আরও একজন।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বকুলতলা এলাকায়। সেদিন দুপুরে বারুইপুর থেকে আমতলার দিকে যাচ্ছিল একটি অটো। সেই সময় বারুইপুরের দিক থেকেও আসছিল অপর একটি অটো। আচমকাই কিছু বুঝে ওঠার আগে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একটি আটোর চালক কাশীনাথ সিংয়ের (৫০) মৃত্যু হয়। তাঁর বাড়ি বিষ্ণুপুর থানার কোম্পানি পুকুর এলাকায়। এই দুর্ঘটনার জেরে অটোতে থাকা কানন নস্কর নামে এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তাঁর বাড়ি বারুইপুর টংতলা এলাকায়।
advertisement
advertisement
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। সকলে মিলে আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রথমেই অটোচালক কাশীনাথ সিং-কে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বারুইপুর হাসপাতালে ছুটে আসে মৃতের পরিবার। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Auto Accident: শনিবার বারবেলায় ভয়ঙ্কর কাণ্ড, দুই অটোর মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement